বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হয়েছে ল্যাপটপ মেলা

বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হয়েছে কম্পিউটার মেলা। রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে ১০ দিনব্যাপী দেশের সবচেয়ে বড় কম্পিউটার ও ল্যাপটপ মেলা সিটি আইটি মেগা ফেয়ার ২০২২ শুরু হয়েছে। ‘প্রযুক্তির সোপানে উৎকর্ষের শীর্ষে’ প্রতিপাদ্য নিয়ে মেলা চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন।

মেলার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য-প্রযুক্তি পণ্যের ব্যবসায়ীদের সংগঠনগুলোর আন্তর্জাতিক জোট অ্যাসোসিও’র অ্যাওয়ার্ড কমিটির আজীবন চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, বিসিএস কম্পিউটার সিটির প্রথম সভাপতি আহমেদ হাসান জুয়েল, বিসিএস কম্পিউটার সিটির সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সিটিআইটি মেগা ফেয়ার ২০২২ এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি এ এল মজহার ইমাম চৌধুরী।

বিসিএস কম্পিউটার সিটির সভাপতি এ এল মজহার ইমাম চৌধুরী বলেন, ‘আইডিবির মেলা আমাদের প্রাণের মেলা। ১০ দিনব্যাপী এই মেলায় মার্কেটজুড়ে থাকছে সব প্রতিষ্ঠানের অফার।’

মেলায় দর্শনার্থীদের জন্য রয়েছে এমএসআই’র সৌজন্যে গেমিং প্রতিযোগিতা, এক্সপি-পেন এর সৌজন্যে চিত্রাংকন প্রতিযোগিতা, টেন্ডা রাউটার সৌজন্যে ফটোগ্রাফি কম্পিটিশন। এছাড়া আছে বেস্ট পিসি বিল্ডারর্স প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র ইত্যাদি।