এখন প্রতিযোগিতার নয়, পারস্পরিক সহযোগিতার সময়: পলক

প্রতিযোগিতা না করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্বনির্ভরতা অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘এখন প্রতিযোগিতার নয়, পারস্পরিক সহযোগিতার সময়।’ আমরা আত্মকেন্দ্রিক হতে চাই না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা অংশীজনদের সঙ্গে নিয়ে স্বনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। আমরা চাই আমাদের ভবিষ্যৎ সম্ভাবনাময় নেতাদের নিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে।’

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদের এলইএপি সম্মেলনের মূল মঞ্চে মিনিস্ট্রিরিয়াল সেশনে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়ন শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। দুবাইভিত্তিক পরামর্শক সংস্থা এমকান করপোরেশন সার্ভিসের প্রতিষ্ঠাতা আইজ্যাক অ্যাপলবাউমের সঞ্চালনায় এ প্যানেলে ইন্দোনেশিয়ার সাবেক যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী এইচই রুদিয়ানতারা এস. স্ট্যাট আলোচনায় অংশগ্রহণ করেন। বাংলাদেশের অনন্য শক্তি জনসম্পদ উল্লেখ করে পলক বলেন, ‘বোস্টন কনসাল্টেন্ট গ্রুপের পরিসংখ্যান অনুযায়ী, আমাদের দেশে এখন ৩ কোটির মতো মধ্যম আয়ের ভোক্তা রয়েছে। ২০২৫ সালের মধ্যে এই সংখ্যা ৫ কোটিতে উন্নীত হবে। কারণ, ওই সময়ের মধ্যে তাদের ডিজিটাল ডিভাইস কেনার সক্ষমতা বৃদ্ধি পাবে। তাই এই বাজার বিদেশি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রবৃদ্ধির প্রেরণা শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর তিনি বিশ্বাস করেন—সরকার নিজে ব্যবসা করবে না, ব্যবসায়ের পরিবেশ সৃষ্টি করবে।’

উল্লেখ্য, প্রতিমন্ত্রী সৌদি সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক সংস্থা ডিজিটাল কোঅপারেশন অর্গানাইজেশনের (ডিসিও) দ্বিতীয় সাধারণ অধিবেশনের ৭ দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে রয়েছেন।