ভিভোর ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন

দেশে এসেছে ভিভোর ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ওয়াই২২। ম্যাচ ক্রিকেট, ম্যাচ হোক আর গেমিং হোক, ভিভো ওয়াই২২-এ থাকছে এক চার্জে টানা ২৯ ঘণ্টা অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ের সুবিধা।

২ মার্চ থেকে এটি দেশে পাওয়া যাচ্ছে দুটি রঙে। ভিভো ওয়াই২২-এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই সেন্সিং রিয়ার ক্যামেরা, সেই সঙ্গে ২ মেগাপিক্সেলের মাইক্রোক্যামেরা, যার মাধ্যমে যেকোনও ছবি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা সম্ভব। সেলফিপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে এসেছে ভিভো ওয়াই২২। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, রেয়ার ফ্লাশ লাইটের পাশাপাশি সুপার নাইট ক্যামেরা, মাল্টি স্টাইল পোট্রেট এবং ভিডিও ফেইস বিউটি সুবিধাও মিলছে।

ভিভো ওয়াই২২ ফোনগেমারদের জন্য টানা ৬ ঘণ্টা রিসোর্স ইন্টেন্সিভ গেম খেলার সুবিধা দেবে ভিভো ওয়াই২২। এতে রয়েছে ৬.৫৬ এইচডি প্লাস ডিসপ্লে, হেলিও জি৮৫ প্রসেসর, রয়েছে পাওয়ার বাটনে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্টের সুবিধা, ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের বিশাল সুবিধা।

ভিভো ওয়াই২২-এর দাম ১৯ হাজার ৯৯৯ টাকা।