টুইটারের প্রতিদ্বন্দ্বী আনছে ইনস্টাগ্রাম

মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম টেক্সটভিত্তিক অ্যাপ আনার পরিকল্পনা করছে। মূলত টুইটারের সঙ্গে পাল্লা দিতে এই টেক্সটভিত্তিক অ্যাপ আনছে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

আগামী জুন মাসে এটি আসতে পারে বলে জানিয়েছে রয়টার্স। সংবাদমাধ্যমে জানানো হয়, মেটা আপাতত এটি কিছু ইনফ্লুয়েন্সার ও ক্রিয়েটরের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে।

রয়টার্স জানায়, এ বিষয়ে প্রতিষ্ঠানটির কাছে মন্তব্য চাওয়া হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আপাতত কিছু জানানো হয়নি। তবে মেটা বর্তমানে কিছু ট্যালেন্ট এজেন্সি এবং সেলিব্রেটিদের কাছে অনুরোধ করছে তাদের এই অ্যাপের প্রাথমিক সংস্করণের সঙ্গে যুক্ত হতে যেটি ইনস্টাগ্রামের সঙ্গে ইন্টিগ্রেট হবে। ভার্জের সূত্রে এমনটাই জানিয়েছে রিপোর্টার অ্যালেক্স হেথ।

ক্যালিফোর্নিয়ার ইউসিএলএর শিক্ষক লিয়া হেবারম্যান বলেন, বিকেন্দ্রিক এই অ্যাপটি যদিও ইনস্টাগ্রামের বিপরীতে তৈরি করা হয়েছে কিন্তু এটি মাস্টডন বা এ রকম অন্যান্য অ্যাপের সঙ্গেও কম্পাটিবল।