কৃত্রিম বুদ্ধিমত্তা দুনিয়ায়ও পা রাখছেন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন প্রতিষ্ঠান চালুর ঘোষণা দিলো টুইটারের বর্তমান মালিক ইলন মাস্ক। এ জন্য কয়েক মাস ধরে পরিকল্পনা করেছেন তিনি।

সংবাদ মাধ্যম সিএনএন জানায়, ডজনখানেক কর্মী নিয়ে ‘এক্সএআই’ নামে তার সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইট চালু করেন মাস্ক। ওয়েবসাইটের ভাষ্য অনুযায়ী, নতুন কোম্পানির নেতৃত্ব দেবেন মাস্ক নিজেই। ওয়েবসাইটে আরও  জানানো হয়, এক্সএআই’র উদ্দেশ্য হলো— এই মহাবিশ্বের প্রকৃতি সম্পর্কে জানা।

সিএনএন জানায়, গত এপ্রিলে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক তার নতুন এআই-এর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন। সেখানে তিনি বলেন, ‘আমরা নতুন একটা কিছু চালু করতে যাচ্ছি, যাকে ট্রুথজিপিটি বলা যেতে পারে।’