ওয়াচ হিস্টোরি চালু না থাকলে খালি পেজ দেখাবে ইউটিউব

ওয়াচ হিস্টোরি চালু করা না থাকলে ভিন্ন কৌশলে দেখা যাবে ইউটিউব। পেজ ভর্তি সাজেস্টেড ভিডিও দেখা যাবে না সেটা চালু না থাকলে। গুগল জানায়, ভিউয়ের নতুন এক্সপেরিয়েন্স আনতে এমন পরিবর্তন এনেছে তারা। অর্থাৎ এমনটা হলে ব্যবহারকারী হোমপেজে শর্টস, সাবস্ক্রিপশন ও লাইব্রেরি বাটন না দেখে শুধু সার্চ বার দেখতে পারবে।

সংবাদ মাধ্যম ভার্জ জানায়, এর মাধ্যমে ব্যবহারকারীকে হিস্টোরি চালু রাখতে অনেকটাই বাধ্য করা হবে। আগামী কয়েক মাসেই ফিচারটি চালু হবে বলে মন্তব্য করেছে গুগল। তবে আপাতত সারা পৃথিবীর অল্প কিছু মানুষই এটা দেখতে পারবেন। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা রিকমেন্ডেড ভিডিও’র ঘরে একটি লেখা দেখতে পারবে। সেটা হলো, আপনার ওয়াচ হিস্টোরি বন্ধ। আপনি যেকোনও সময় এটাকে চালু করে আপনার জন্য নির্বাচিত ভিডিওগুলো দেখতে পারবেন।

গুগল জানায়, ফিচারটি চালুর মাধ্যমে ব্যবহারকারীর রিকমেন্ডেড ভিডিও’র তুলনায় সার্চ করে ভিডিও দেখার একটি তুলনামূলক ধারণা পেতে চান তারা। তবে এই ফিচারটি কতটা ব্যাপকভাবে চালু হবে, তা এখনও নিশ্চিত নয় বলে জানায় ভার্জ।