এক্সটেনশন চলে গেলে জানিয়ে দেবে ক্রোম

নতুন একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে গুগল। এর মাধ্যমে ক্রোমের ওয়েবস্টোর থেকে কোনও এক্সটেনশন মুছে গেলে তা ব্যবহারকারীকে সচেতনভাবে সতর্ক করা হবে। নতুন ফিচারটিকে ক্রোম ১১৭-এর একটি অংশ হিসেবে যুক্ত করা হবে। এটি এক্সটেনশনের ওপরে থেকে দেখাবে যে এক্সটেনশনটি ডেভেলপার নিজেই রিমুভ করেছে কি না অথবা এটি ক্রোম স্টোরের পলিসি ভঙ্গ করেছে কি না। এটি কোনও ম্যালওয়্যার কি না, তা-ও জানিয়ে দেবে।

ক্রোমের একজন ডেভেলপার বলেন, এই ক্যাটাগরিতে পড়া এক্সটেনশনগুলো ক্রোম সেফটি চেক সেকশনে রাখবে। এটি ক্রোম সেটিংসের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভেতরে পাওয়া যাবে।

এরপর ব্যবহারকারী রিভিউতে ক্লিক করে সিদ্ধান্ত নিতে পারবে তারা সেই এক্সটেনশনকে রিমুভ করে দেবে, নাকি সেটাকে আগের মতোই ইনস্টল রেখে সতর্ক বার্তাকে সরিয়ে দেবে।

ওই ডেভেলপার বলেন, আগের সংস্করণে কোনও ম্যালওয়্যারকে ক্রোম আপনা-আপনিই ডিজেবল করে দিত। আরেকটি সিকিউরিটি আপগ্রেডের ভেতরে থাকছে সব “http://”-কে গুগল আপনা-আপনিই “https://”-এ রূপান্তর করে দেবে, যেহেতু এটি বেশি নিরাপদ।

গুগল থেকে জানানো হয়, কোনও অনিরাপদ সংযোগে উচ্চ বিপজ্জনক ফাইল ডাউনলোড করার সময় সতর্কতা দেখানোর ফিচারও খুব শিগগিরই চালু করা হবে। এটি সেপ্টেম্বরের মাঝামাঝি চালু করা হতে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ভার্জ।