যে কারণে অতিরিক্ত গরম হচ্ছে আইফোন ১৫

আইফোন ১৫ ও আইফোন ১৫ প্রো অতিরিক্ত গরম হয়ে যাচ্ছিল। বিষয়টি অবগত ছিল অ্যাপল। এ বিষয়ে ব্যবহারকারীদের অভিযোগ ছিল একাধিক। ফোর্বস সাময়িকীর রিপোর্ট থেকে জানা যায়, গরম হওয়ার কারণ হিসেবে যা ধারণা করা হয়েছিল— বিষয়টি আসলে তা নয়। অর্থাৎ হার্ডওয়্যার ডিজাইনের কোনও সমস্যা নয়। ফোর্বস জানায়, গত ২৭ সেপ্টেম্বর ইনস্টাগ্রামের ৩০২ রিলিজ হয়, সেখানে এর কিছু সমাধান করা হয়েছে।

ব্লুমবার্গ জানায়, নাম না জানিয়ে অ্যাপলের একজন মুখপাত্র এ ঘটনার জন্য বিশেষভাবে ইনস্টাগ্রাম, উবার ও অ্যাসফাল্ট-৯ নামের গেমকে অতিরিক্ত গরম হওয়ার জন্য দায়ী করেন। এছাড়া অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়, উচ্চ তাপের বিষয়টিতে নিরাপত্তা হুমকির কোনও কারণ নেই।

তবে এ সমস্যা সমাধান হওয়ার পরও অন্য কিছু কারণে যেমন- ২০ ওয়াটের বেশি ইউএসবি-সি পাওয়ার অ্যাডাপ্টর এবং ব্যাকগ্রাউন্ড প্রসেসিংয়ের  জন্য ফোন একটু গরম হতে পারে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম ভার্জ। অবশ্য আইফোন ব্যবহারকারীরা এটাতে অভ্যস্ত বলেও মন্তব্য করে প্রতিষ্ঠানটি।