মাল্টিপল অডিয়েন্স পরীক্ষা চালাচ্ছে ইনস্টাগ্রাম

ভবিষ্যতের ইনস্টাগ্রামে নির্দিষ্ট কোনও গ্রুপ বা বন্ধুদের মাঝে স্টোরি শেয়ারের সুযোগ করে দেবে— এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম এনগেজেট। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোশেরি সম্প্রতি জানান, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাপ মাল্টিপল অডিয়েন্সে স্টোরি শেয়ারিং-এর পরীক্ষা চালাচ্ছে। এনগেজেট জানায়, অ্যাপটিতে ইতোমধ্যেই ‘ক্লোজ ফ্রন্ডস’ অপশন রয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট কিছু ফ্রেন্ডকে এই তালিকায় যুক্ত করে, শুধু তাদের জন্য স্টোরি শেয়ারের অপশন রয়েছে। এতে বিশেষ করে যাদের পাবলিক প্রোফাইল রয়েছে, তাদের কিছুটা প্রাইভেসি রক্ষা হয়ে থাকে।

কিন্তু ক্লোজ ফ্রেন্ড ছাড়াও এর বাইরে নির্দিষ্ট কিছু বন্ধুর সঙ্গে কোনও বিষয় শেয়ারের অপশন থাকতে পারে। এই ফিচারটির মাধ্যমে স্টোরি শেয়ার করার জন্য বন্ধুদের একাধিক তালিকা তৈরির সুবিধা থাকছে। মোশেরি বলেন, এর মাধ্যমে ছোট ছোট গ্রুপ করে স্টোরি শেয়ারিংয়ের মাধ্যমে বিষয়টির ওপর অনেক বেশি নিয়ন্ত্রণ আনা সম্ভব।

সংবাদমাধ্যমটিতে তালিকার কিছু উদাহরণ হিসেবে বলা হয়েছে যেমন- ভাইবোন, পরিচিত, এলাকার পরিচিত যারা খাবার ভালোবাসে ইত্যাদি। অ্যাডাম মোশেরি ফিচারটির ব্যাপারে অনেক আশাবাদী হলেও এটি কবে উন্মুক্ত হবে, বা সবার জন্য এটি কবে থেকে চালু হবে তা নিশ্চিত নয়।