কলিংয়ে আইপি অ্যাড্রেস নিরাপদ রাখার ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় অপারেটিংয়ের জন্য নিরাপত্তামূলক নতুন একটি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারটির কারণে কলিংয়ের সময় আইপি অ্যাড্রেসকে নিরাপদে রাখবে হোয়াটসঅ্যাপ। ফলে হ্যাকাররা ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করতে পারবে না।

ডাব্লিউএবেটাইনফো জানায়, ‘প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস’ নামে ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী নিরাপত্তার নতুন একটি স্তর পেলো। এতে আইপি অ্যাড্রেস নিরাপদ করার ফলে হ্যাকাররা কোনোভাবে ব্যবাহারকারীর লোকেশান নির্ণয় করতে পারবে না।

সংবাদমাধ্যম জি-বিজনেস জানায়, নতুন এই ফিচারটি পাওয়া যাবে প্রাইভেসি সেটিংস স্ক্রিনে ‘অ্যাডভান্সড’ নামে নতুন একটি সেকশনে। এখান থেকে ব্যবহারকারীরা এটাকে কাজে লাগাতে পারবেন। তবে সংবাদমাধ্যমটি আরও জানায়, এটি ব্যবহার করার ফলে এনক্রিপশন এবং রুটিন অপারেশনের সময় কলিংয়ের কোয়ালিটির ওপরে হালকা একটু প্রভাব পড়তে পারে।