ভাঁজযোগ্য ফোন আনলো ওয়ান প্লাস

অপোর সাব-ব্র্যান্ড ওয়ান প্লাস মোবাইল উন্মোচন করলো তাদের প্রথম ভাঁজযোগ্য ফোন ওয়ানপ্লাস ওপেন। ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে এক হাজার ৬৯৯ ডলার থেকে। বাজারে পাওয়া যাবে ২৬ অক্টোবর থেকে।

সংবাদমাধ্যম ভার্জ জানায়, ওপেন ওয়ান প্লাসের প্রথম ফোন হলেও, এটি অপোর সাব-ব্র্যান্ড। অপো এর আগে ফাইন্ড এস এবং ফাইন্ড এন২ বাজারে এনেছে। সুতরাং বলা যেতে পারে এটি তাদের তৃতীয় প্রজন্মের ভাঁজযোগ্য ফোন।

ফোনটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো, ফোনটিকে দশ লাখবার ফোল্ডিং সাইকেল পরীক্ষা করা হয়েছে, যা তার বড় প্রতিদ্বন্দ্বীর তুলনায় অন্তত পাঁচ গুণ বেশি।

ওয়ান প্লাস জানায়, ফোনটির হিঞ্জ অনেক শক্তিশালী। প্রতিদিন ১০০ খোলা-বন্ধ করেও ১০ বছর চালানো যাবে। ফোনটি চার বছর অ্যান্ড্রয়েড আপডেট নেবে আর পাঁচ বছর সিকিউরিটি প্যাচ আপডেট নেবে।

ফোনটি তুলনামূলক বেশ পাতলা। খোলা অবস্থায় এটি মাত্র ৫ দশমিক ৮ মিলিমিটার পুরু। এর ওজন ২৩৯ গ্রাম। এর ফোল্ডিং স্ক্রিনের আকার ৭ দশমিক ৮২ ইঞ্চি। রেজুলেশন ২৪৪০ বাই ২২৬৮। সর্বোচ্চ রিফ্রেশ রেট ১২০ হার্জ। উজ্জ্বলতা ২৮০০ নিটস। এর কভার ডিসপ্লের সাইজ ৬ দশমিক ৩১ ইঞ্চি।

অপারেটিংয়ে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেন ১৩ দশমিক ২। প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ২। র‌্যাম ১৬ জিবি আর রম ৫১২ জিবি। এতে রয়েছে ৪ হাজার ৮০৫ এমএইএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং। ক্যামেরায় ব্যবহার করা হয়েছে হ্যাসেলবাল্ড ব্র্যান্ডের ট্রিপল লেন্স। মেইন ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল সঙ্গে ৬৮ মেগাপিক্সেলের ৩এক্স অপটিক্যাল জুম সমৃদ্ধ টেলিফটো আর একটি ৪৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স।