অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে বিশেষ আপগ্রেড থাকবে আইফোন ১৬-তে

স্লিম ডিজাইন ধরে রেখে আইফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে রক্ষা করতে দুটি হার্ডওয়্যার আপগ্রেড আনতে যাচ্ছে অ্যাপল।

সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানায়, একটি ফাঁস হওয়া তথ্য থেকে দেখা যায়, প্রথম ধাপে থাকবে গ্রাফিনের হিট সিংক। অর্থাৎ পাতলা স্তরের উচ্চতর পরিবাহী এবং ন্যানো-ইঞ্জিনিয়ারড ম্যাটেরিয়াল ডিজাইন করা, যা তাপকে শোষণ করে ডিভাইস থেকে বের করে দেবে।

আরেকটি আপগ্রেড হলো, ফোনের ভেতরে ব্যাটারিতে একটি নতুন মেটাল কেস দেওয়া হবে। এর কাজ হবে ব্যাটারি থেকে তাপমাত্রাকে বের করে হিটসিংক পর্যন্ত পৌঁছে দেওয়া। সম্প্রতি আইফোন ১৫-প্রো নিয়ে অভিযোগ উঠেছে— এটি চার্জে দিলে কয়েক মিনিটের মধ্যে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটে উঠে যায়। যদিও আইফোন সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা করে।

সংবাদমাধ্যম জানায়, ভালো ডিজাইন করা গ্রাফিনের লেয়ার আইফোনের ভেতরের যন্ত্রাংশের তাপকে বের করে দিতে সক্ষম হবে। এটি কোনও রকমের নয়েজ এবং অতিরিক্ত ফ্যানের সাহায্য ছাড়াই ভেতরের তাপকে বাইরে বের করে দিতে পারবে। অপরদিকে মেটাল ব্যাটারি কেস তাপ বের করে দেওয়ার এই প্রক্রিয়াকে আরও অগ্রসর করে দেবে। কেননা, ধাতু খুব ভালো মানের বিদ্যুৎ এবং তাপ পরিবাহী। এটি হিট সিংক ডিজাইনে নতুন একটি স্তর তৈরি করবে।