কখন হোয়াটসঅ্যাপে ছিলেন সেটা কাউকে না জানানোর উপায়

বিনামূল্যে অডিও এবং ভিডিও কলের পাশাপাশি এসএমএস ও অন্যান্য ডকুমেন্ট শেয়ারের জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত ব্যবহার থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক অনেক কাজেই ব্যাপক ব্যবহার হয়ে থাকে এই প্ল্যটফর্মটির। অ্যাপটির একটি বিশেষ ফিচার হলো ব্যবহারকারী সর্বশেষ কখন অনলাইনে ছিলেন তা ‘লাস্ট সিন’ হিসেবে ওপরেই দেখা যায়। এর মাধ্যমে ব্যবহারকারী কতক্ষণ আগে হোয়াটসঅ্যাপে সক্রিয় ছিলেন, তা সহজেই বোঝা যায়। অনেকের কাছেই বিষয়টি বিরক্তিকর হয়ে থাকতে পারে বা ক্ষেত্র বিশেষে তা হয়রানির কারণও হতে পারে। তাই প্রাইভেসি বাড়াতে সুবিধাটি বন্ধ করার সুযোগ রয়েছে অ্যাপটিতে।

লাস্ট সিন সুবিধাটি বন্ধ করতে হলে—

১. হোয়াটসঅ্যাপের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করুন।

২. এরপর সেটিংস থেকে প্রাইভেসি অপশন নির্বাচন করতে হবে।

৩. এই অপশন থেকে ‘লাস্ট সিন অ্যান্ড অনলাইন’ অপশন ট্যাপ করতে হবে।

৪. সেখানে ‘হু ক্যান সি মাই লাস্ট সিন’ এর অধীনে থাকা ‘নোবডি’ অপশনে ট্যাপ করতে হবে।

৫. তারপর ‘হু ক্যান সি হোয়েন আই অ্যাম অনলাইন’ এর অধীনে ‘সি অ্যাজ লাস্ট সিন’ নির্বাচন করলে হোয়াটসঅ্যাপের লাস্ট সিন সুবিধাটি বন্ধ হয়ে য