তিনটি এআই সুবিধা যোগ হচ্ছে ক্রোম ব্রাউজারে

কৃত্রিম বুদ্ধিমত্তায় তিনটি নতুন সুবিধা যুক্ত করছে গুগল। সম্প্রতি একটি ব্লগে এমনটি জানিয়েছে গুগল। ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করতে সুবিধাগুলো যুক্ত করা হচ্ছে। জেনারেটিভ এআই’র সুবিধাগুলো ম্যাক ও উইন্ডোজ উভয় অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা পরীক্ষামূলকভাবে এআই সুবিধাগুলো ব্যবহার করতে পারবে বলে জানায় গুগল। পরে ধাপে ধাপে অন্য ব্যবহারকারীদের জন্য সুবিধাগুলো উন্মুক্ত করা হবে। নতুন সুবিধাগুলোর কাজের ধরনের মধ্যে রয়েছে—

গ্রুপ ট্যাব

নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সুবিধা চালু হলে একই ঘরানার ওয়েবসাইটগুলোর সমন্বয়ে সহজেই গ্রুপ ট্যাব তৈরি করা যাবে। ব্রাউজারে একাধিক ওয়েবসাইট চালু থাকা অবস্থায় ট্যাবের ডান পাশে ক্লিক করে ‘অর্গানাইজ সিমিলার ট্যাবস’ অপশন নির্বাচন করলে আপনা-আপনি গ্রুপ ট্যাব তৈরি করে দেবে ক্রোম ব্রাউজার। এতে পরবর্তীকালে দ্রুত প্রয়োজনীয় ওয়েবসাইটগুলো একসঙ্গে চালু করা যাবে।

জেনারেটিভ এআই থিম

এই সুবিধা কাজে লাগিয়ে ‘টেক্সট টু ইমেজ ডিফিউশন’ প্রযুক্তির মাধ্যমে সহজেই এআই ওয়ালপেপার তৈরি করা যাবে। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো রঙ বা বিষয়নির্ভর একাধিক এআই ওয়ালপেপার ব্যবহার করতে পারবেন।

এআই দিয়ে লেখা

গত বছরের মে মাসে নিজেদের আইও সম্মেলনে ‘হেল্প মি রাইট’ নামের এআই টুল আনার ঘোষণা দিয়েছিল গুগল। টুলটিতে বিষয় উল্লেখ করলেই সে অনুযায়ী ই-মেইল বা বার্তা আপনা-আপনি লিখতে পারে। তবে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আর এই টুলটি এবার ক্রোম ব্রাউজারে ব্যবহার করা যাবে। ফলে ক্রোম ব্রাউজার দিয়েই বিভিন্ন ওয়েবসাইটের রিভিউ, ফিডব্যাকসহ বিভিন্ন প্রশ্নের উত্তর দ্রুত লিখিয়ে নেওয়া যাবে।