ফেসবুক কর্মীদের যা দেখানো হলো

টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে যে প্ল্যাটফর্ম আনার ঘোষণা দিয়েছিল মেটা, সেটারই পরিকল্পনা প্রতিষ্ঠানটি তার কর্মীদের দেখালো। এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ব্যবহারকারী ইনস্টাগ্রামের যেসব অ্যাকাউন্ট ফলো করবে, এই প্ল্যাটফর্ম থেকেও সরাসরি সেসব অ্যাকাউন্ট ফলো করার সুযোগ পেতে পারে। এমনকি মাস্টডনের মতো অ্যাকাউন্টে যাদের ফলো করে, তাদেরও নিয়ে আসতে পারে এটি।

সম্প্রতি মেটার একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছে প্ল্যাটফর্মটি এখন ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। তিনি বলেন, আমরা টেক্সট শেয়ারভিত্তিক একটি স্ট্যান্ডঅ্যালোন ডিসেন্ট্রালাইজড সোশ্যাল নেটওয়ার্ক উন্মোচন করতে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের ভিন্ন এমন একটি স্পেস তৈরি করার সুযোগ আছে, যেখানে ক্রিয়েটর ও জনপ্রিয় ব্যক্তিরা সময়ে সময়ে তাদের বিভিন্ন বিষয় শেয়ার করতে পারবে।

মেটার চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্স বলেন, প্ল্যাটফর্মটির কোডিংয়ের কাজ চলছে। খুব তাড়াতাড়িই এটাকে উন্মোচিত করার পরিকল্পনা আছে বলে জানান তিনি।

তবে কত তাড়াতড়ি, সেটা সম্পর্কে কোনও ধারণা না দিলেও অন্যান্য কিছু বিষয় থেকে বোঝা যাচ্ছে এটি এই জুনের মধ্যেই হতে পারে। এমনটাই মন্তব্য করেছে বিবিসি।

সম্প্রতি মেটা তার কর্মীদের অ্যাপটি দেখাচ্ছে, এমন একটি স্ক্রিনশট অনলাইনে দেখা যাচ্ছে। আর এই ফাঁস হওয়া ছবিটি নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া গেছে বলেই মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।

সংবাদমাধ্যমটি জানায় যদি ইনস্টগ্রামের ২৫ শতাংশ ব্যবহারকারীও তাদের নতুন এই প্ল্যাটফর্মে আসে, তাহলেও তার আকৃতি তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় হবে। কেননা ইনস্টাগ্রামের কমিউনিটি অনেক বড়। মেটা জানায় এর ব্যবহারকারী রয়েছে প্রায় ২০০ কোটি।