আগামীকালের আবহাওয়া: ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি থাকতে পারে তিন দিন

কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? আগামী তিন দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

তবে রোববার থেকে ঝড়-বৃষ্টি কমে আসবে বলেও জানানো হয়েছে। পশ্চিমা লঘুচাপ সক্রিয় হয়ে ওঠার কারণেই এসব বৃষ্টিপাত, জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার সন্ধ্যা ছয়টায় আবহাওয়া অফিসের ওয়েবসাইটে প্রকাশিত আগামীকালের পূর্বাভাসে বলা হয়েছে,

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।