গরমে হাঁসফাঁস, অতিষ্ঠ জনজীবন (ফটো স্টোরি)

প্রায় দুই সপ্তাহ ধরেই দেশের কোথাও বৃষ্টির দেখা নেই। ফলে তাপপ্রবাহের এলাকার পরিধি বেড়েই চলেছে। অস্বস্তিকর গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। মৌসুমী বায়ু আসার অপেক্ষায় দেশ। ঋতু পরিবর্তনের এই সময়ে বাতাসে আদ্রতার পরিমাণও বেশি থাকে। ফলে তাপমাত্রার পরিমাণ যতটা, তারচেয়েও অনেক বেশি তাপ অনুভূত হচ্ছে মানুষের কাছে। গরমে ঘেমে আরও অস্বস্তিকর হয়ে উঠছে পরিবেশ। সবচেয়ে কষ্টে ভুগছেন শ্রমজীবী মানুষেরা। বিশেষ করে রিকশাওয়ালা, বাসের ড্রাইভার-হেলপার, হকার, নির্মাণ শ্রমিকরা এই তীব্র তাপকে উপেক্ষা করেই কাজ চালিয়ে যেতে হচ্ছে তাদের।

আগামী ১২ জুনের পরে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে সংস্থাটি বলছে, বর্ষা না আসা পর্যন্ত এই গরম পুরোপুরি কমার কোনও সম্ভাবনা নেই। সোমবার (৫ জুন) রাজধানীর বিভিন্ন স্থান থেকে তোলা ছবি- 

তীব্র গরমে নাজেহাল জনজীবন (6)

তীব্র গরমে নাজেহাল জনজীবন (9)

তীব্র গরমে নাজেহাল জনজীবন (5)

তীব্র গরমে নাজেহাল জনজীবন (3)

তীব্র গরমে নাজেহাল জনজীবন (2)

তীব্র গরমে নাজেহাল জনজীবন (1)