বৃষ্টির পূর্বাভাস, শিলাবৃষ্টির শঙ্কা

তাপমাত্রা বাড়তে শুরু করেছিল, আবার মাঝে মাঝে নেমেও যাচ্ছে। এই ওঠানামায় আবহাওয়া হয়ে উঠেছে বিরূপ। এখন দেশের  কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার পর্যন্ত সিলেট, নেত্রকোনা ও যশোরে বৃষ্টির খবর পাওয়া গেছে। শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায়  বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে শুক্রবারের পূর্বাভাসে বল হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ২৫ মিলিমিটার। এছাড়া নেত্রকোনায় ১১ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এর বাইরে যশোরে সামান্য বৃষ্টির খবর জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সিলেটে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে। থেমে থেমে বৃষ্টিতে তাপমাত্রা বেশ কিছুটা কমে এসেছে ওই অঞ্চলের।