তাপমাত্রায় অস্তিত্ব জানান দিলো বৈশাখ

বৈশাখের প্রথম দিনই আগমনী বার্তা জানান দিলো গ্রীষ্ম, তাপমাত্রায় জানালো নিজের অস্তিত্ব। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এটি আগামী কদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, তাপমাত্রা কদিন ধরেই বেশি। আগামী কয়েক দিন তাপমাত্রা এমনই থাকতে পারে। কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টি হলেও তাপপ্রবাহ কমার কোনও সম্ভাবনা নেই।

গত ২৪ ঘণ্টায় (শনিবার থেকে আজ রবিবার বিকাল পর্যন্ত) দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে রাঙ্গামটিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এছড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৭ দশমিক ৬, রাজশাহীতে ৩৭ দশমিক ৬, রংপুরে ৩৫ দশমিক ৪, ময়মনসিংহে ৩৫ দশমিক ৫, সিলেটে ৩৬ দশমিক ২  চট্টগ্রামে ৩৭ দশমিক ৪,খুলনায় ৩৭ দশমিক ৫ এবং বরিশালে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ঢাকা তাপমাত্র ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি (ছবি: সাজ্জাদ হোসেন)

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, নীলফামারি ও নেত্রোকোনা জেলসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।