একবছরে করোনায় মৃত্যু ১২১, একমাসে ৩৩

ফরিদপুরে করোনায় গত এক মাসে ৩৩ জনের মৃত্যু হয়েছে। ২৫ মার্চে মোট মৃত্যুর সংখ্যা ছিল ১২১ জন। আর ২৪ এপ্রিল পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪ জনে। একইসঙ্গে বেড়েছে সংক্রমণের হারও।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮৮৬ জন। এর মধ্যে মারা গেছেন ১৫৪ জন। গত ২৫ মার্চ আক্রান্ত সংখ্যা ছিলো ৮ হাজার ৬৫১ জন। আর রবিবরা (২৫ এপ্রিল) সেই সংখ্যা ছিল ৯ হাজার ৮৮৬ জন। গত এক মাসেই আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৫ জন। যা এর আগে যেকোনও মাসের হিসাবের থেকে অনেক বেশি।

এবারে জেলায় করোনার পরীক্ষা করার ইচ্ছা কম দেখা গেছে। বিশেষ প্রয়োজন ছাড়া অনেকেই করোনা টেস্ট করাচ্ছেন না। কথা বলে জানা গেছে আগের মতো তারা ভয় পাচ্ছে না করোনা নিয়ে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, করোনার প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউয়ের ভাইরাস অনেক বেশি শক্তিশালী। যার কারণে সংক্রমণ যেমন বাড়ছে একইসঙ্গে বেড়েছে মৃত্যু। মার্চে যেখানে আক্রান্ত হয়েছিল ১৯৯ জন সেখানে এপ্রিলে আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি। সংক্রমণের হার এখন বেশি, তাই সচেতনতাই পারে এই অবস্থা থেকে উত্তোরণ করতে। একইসঙ্গে স্বাস্থ্য বিধি পালন ছাড়া কোনও উপায় নেই।

তিনি আরও বলেন, জেলায় করোনা ভ্যাকসিন সংকট রয়েছে। প্রথম ডোজ দিয়েছেন ৫৯ হাজার ৫২২ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পাওয়া গিয়েছে ৪৫ হাজার ৫০০।