আনন্দঘন মিলনমেলায় ‘আমরা ৯৩’

অনুষ্ঠিত হলো দেশের এসএসসি ’৯৩ ব্যাচ-এর ‘আমরা ৯৩’ গ্রুপের বিভাগীয় সম্মেলন ও বন্ধু মিলন মেলা ২০২১। ৩০ অক্টোবর বসুন্ধরা কনভেনশন হলে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দুই পর্বে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভাগীয় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সারা বাংলাদেশ থেকে এ ব্যাচের প্রায় এক হাজার সদস্য অংশগ্রহণ করে। দুই পর্বের সম্মেলনে প্রথম পর্বে ছিল বিভাগীয় অ্যাডমিন, মডারেটরদের সঙ্গে আলোচনা, মতামত এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা ও দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

আমরা ৯৩

বিভাগীয় সম্মেলন আলোচনায় ‘আমরা ৯৩’ গ্রুপ অ্যাডমিন মোহাম্মদ ওমর ফারুক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বন্ধুদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুদের স্বার্থে কাজ করার আহ্বান করেন। 

যারা করোনার সময় বন্ধুদের পাশে থেকেছে, দেশের স্বার্থে অবদান রেখেছে তাদেরকেও সংবর্ধনা জানিয়েছে এ গ্রুপ।

‘আমরা ৯৩’ গ্রুপটি প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালের ৮ ডিসেম্বর। ভবিষ্যতে গ্রুপটি হাসপাতাল ও বৃদ্ধাশ্রম করার ইচ্ছা প্রকাশ করেছে। এ কাজে সকল বন্ধুদের সহযোগিতা চেয়েছেন গ্রুপ অ্যাডমিন মোহাম্মদ ওমর ফারুক।

সন্ধ্যার পর শুরু হয় ’৯৩ বন্ধুদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পী কনা ও আঁখি আলমগীরের গানে মেতে ওঠে বন্ধুদের আড্ডা।

সারাদিন গল্প, আড্ডা, ছবি তোলা ও আবেগঘন স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ হয় ‘আমরা ৯৩’ বন্ধুদের স্মৃতিময় দিনটি।