বন্যার্তদের জন্য কনসার্ট

'সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক' এই স্লোগান নিয়ে ২৭ ও ২৮ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত হতে যাচ্ছে কনসার্ট। সিলেট সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা এবং টিএসসি'র সকল সামাজিক সাংস্কৃতিক  সংগঠনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে 'বন্যার্তদের জন্য কনসার্ট।' অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কনসার্ট থেকে টিকেট বাবদ প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে বন্যার্তদের মুখে হাসি ফোটানোর জন্য। টিএসসি প্রাঙ্গনে গান পরিবেশন করবে অ্যাশেজ, ভাইকিং, সহজিয়া, সোনার বাংলা সার্কাস, আর্ক এবং ওয়ারফেজ। 

আয়োজনের  একজন উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়  নাট্য সংসদের সভাপতি দিগার মোহাম্মদ কোশিক বলেন, 'টিএসসিসহ সকল সামাজিক সাংস্কৃতিক  সংগঠন সবসময় দেশের যেকোনো প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করেছে। এবারও দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষদের প্রয়োজনে সাংস্কৃতিক  কার্যক্রমের মাধ্যমে সহায়তার প্রচেষ্টা করছি।'

 

টিকিট সংগ্রহ করা যাবে অনলাইনে কিংবা অফলাইনে

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম  হোসেন বলেন, 'আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী বাংলাদেশের যেকোনো ক্রান্তিলগ্নে মানুষকে সহযোগিতার জন্য দায়বদ্ধ। কনসার্টসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা দিনরাত পরিশ্রম করে বন্যার্তদের মুখে হাসি ফোটানোর জন্য অর্থ সংগ্রহ করছে। আমি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করছি যেন তারা টিকেট ক্রয় করে আমাদের এই উদ্যোগে অংশগ্রহণ করে।'

প্রতিটি টিকিট মূল্য ৩০০ টাকা রাখা হয়েছে। যে কেউ অনলাইনে কিংবা টিএসসি থেকে টিকিট সংগ্রহ করে আয়োজনটি উপভোগ করতে পারবেন।