X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে আরও ১৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৬, ২০:৩১আপডেট : ২৭ জুন ২০১৬, ২০:১১

বিশ্বব্যাংক বাংলাদেশে স্বাস্থ্য খাতের উন্নয়নে ‘হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর আওতায় আরও ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ নিয়ে এই কর্মসূচিতে দাতা সংস্থাটির অর্থায়ন দাঁড়াচ্ছে ৫০ কোটি ৮৯ লাখ ডলার।

রবিবার বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অতিরিক্ত অর্থ অধিক সংখ্যক মানুষকে প্রতিষেধক প্রদান, সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রে গর্ভবতী মায়েদের সেবার মানোন্নয়ন এবং যক্ষা প্রতিরোধসহ স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে সহায়তা করবে। এছাড়া এর মাধ্যমে স্বাস্থ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলা হবে, যাতে বাংলাদেশে প্রথমবারের মতো ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধান দেওয়া হবে।

আরও জানানো হয়, এ ঋণ পরিশোধের জন্য ৩৮ বছর সময় পাবে বাংলাদেশ। থাকছে ছয় বছরের গ্রেস পিরিয়ড। ঋণের জন্য মাত্র দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান বলেন, বাংলাদেশে স্বাস্থ্য খাতে যে অগ্রগতি এসেছে তা ‘উল্লেখযোগ্য’। মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনায় বাংলাদেশের উন্নয়ন বিশ্বে স্বীকৃত। তারপরেও এখনও অনেক বাংলাদেশি মানসম্মত স্বাস্থ্য সেবার জন্য সংগ্রাম করছেন। স্বাস্থ্য সমস্যার কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ব ব্যাংক বলছে, স্বাস্থ্য খাত উন্নয়ন উন্নয়ন কর্মসূচি এবং এর আগে সরকারের নানা উদ্যোগের কারণে ২০১০ সাল থেকে বাংলাদেশে মাতৃ মৃত্যুর হার ৪০ শতাংশ কমেছে। ২০০৭ সালের তুলনায় ২০১৪ সালে বাংলাদেশে ৫ বছরের কম বয়সের শিশু মৃত্যুর হার কমেছে ২৯ শতাংশ। একই সময়ে প্রশিক্ষণ প্রাপ্তদের উপস্থিতিতে সন্তান প্রসবের প্রবণতা ২১ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হয়েছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই