X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কোস্ট গার্ডের জলযান নির্মাণে ৪৪৫ কোটি ৪২ লাখ টাকার প্রকল্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৬, ১৫:০২আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৫:৩৫

একনেক সভা (ফাইল ফটো) বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য বিভিন্ন ধরনের জলযান নির্মাণে ৪৪৫ কোটি ৪২ লাখ টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের একনেক বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ডের ভৌতকাঠামো উন্নয়ন প্রকল্পসহ ৫ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭শ’ কোটি টাকা।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড প্রকল্পের মূল উদ্দেশ্য এ বাহিনীর সক্ষমতা বাড়ানো। প্রতিষ্ঠার পর নৌ-বাহিনী থেকে ধার নেওয়া দুটি টহল জাহাজের সমন্বয়ে তাদের কার্যক্রম শুরু করে। এরপর ২০ বছরে উপকূলীয় অঞ্চলে চোরাচালান, ডাকাতি, মাদক থেকে শুরু করে মানবপাচার প্রতিরোধে সংস্থাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে ভৌত স্থাপনা, যান ও উপকরণের ঘাটতি রয়েছে সংস্থাটির।

মুস্তফা কামাল বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী ভার্চুয়াল আদালত স্থাপনের কথা জানিয়েছে। এ আদালত স্থাপন হলে যেসব আসামির জেলখানা থেকে আদালতে হাজির হতে সমস্যা হবে তাদের সেখান থেকেই বিচার পরিচালনা করা সম্ভব হবে। এছাড়া প্রধানমন্ত্রী প্রকল্পের ব্যয় না বাড়িয়ে আগেই ব্যয় নির্ধারণের নির্দেশও দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে- ৫২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে জেলা সদর ও ব্যাটালিয়ন সদরের আনসার ও ভিডিপির ব্যারাকসমূহের ভৌত সুবিধাদি সম্প্রসারণ প্রকল্প, ৮৭ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে সিরাজগঞ্জের কাজিপুরে বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রকল্প, ৭২ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ভৈরব বিসিক শিল্প নগরী প্রকল্প, ৪১ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে নরসিংদীর মাধবদীতে অবস্থিত কাপড় প্রক্রিয়াজাতকরণ সেন্টারের আধুনিকায়ন, সংস্কার (বিএমআরই) প্রকল্প।

/এসএনএইচ/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
২২ বছর পর প্রিমিয়ার লিগে ইপসউইচ
২২ বছর পর প্রিমিয়ার লিগে ইপসউইচ
৩২ ঘণ্টা পর লাইন ক্লিয়ার, ট্রেন চালুর অপেক্ষা
৩২ ঘণ্টা পর লাইন ক্লিয়ার, ট্রেন চালুর অপেক্ষা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে