X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পানি পরিশোধনে ছয়শ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে তিন দাতা সংস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৬, ১২:৩১আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১২:৫১

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশে পানি পরিশোধন প্রকল্প নির্মাণে যৌথভাবে ৬শ’ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে বিদেশি তিন দাতা সংস্থা। এ সংস্থাগুলো হলো- এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি), অ্যাসোসিয়েশন ফর ফ্রান্স ডেভলপমেন্ট এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক। 

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সফি এবার্ট আম্বা। বৈঠক শেষে তোফায়েল আহমেদ ও রাষ্ট্রদূত সাংবাদিকদের এ তথ্য জানান।

তোফায়েল আহমেদ বলেন, ‘ফ্রান্স একই সঙ্গে বাংলাদেশে দ্বিতীয় তেল শোধনাগার নির্মাণে দুই বিলিয়ন এবং বঙ্গবন্ধু স্যাটালাইট প্রকল্পে আরও ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।’

তিনি আরও বলেন, ‘ফ্রান্সে একমাত্র অস্ত্র ছাড়া আমরা সব পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পায়। জিএসপি প্লাস পাওয়ার ক্ষেত্রে ফ্রান্স বাংলাদেশকে সহায়তা করবে বলেও রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা রফতানি পণ্য বহুমুখীকরণে তৈরি পোশাকের পাশাপাশি হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, ওষুধ পণ্য ফ্রান্সে রফতানি করি।’

এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হোদায়েতুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি প্যারিস বাণিজ্য মেলায় বাংলাদেশের অনেক ব্যবসায়ী ভিসা পাননি। এই প্রথম এ ধরনের জটিলতা তৈরি হয়েছে। ফলে বাংলাদেশের অনেক ব্যবসায়ী ওই মেলায় স্টল বরাদ্দ পাওয়ার পরও অংশ নিতে পারেননি। বিষয়টি নিয়ে ফ্রান্স সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদের আশ্বাস দিয়েছে আগামীতে এ ধরনের সমস্যা হবে না।’

এ সময় অতিরিক্ত সচিব জহির উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঁচতে হলে জানতে হবে
বাঁচতে হলে জানতে হবে
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী
টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী
রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না: সালেহউদ্দিন আহমেদ
রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না: সালেহউদ্দিন আহমেদ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু