X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সংশোধিত এডিপিতে কমেছে ৪ হাজার কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০৮

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আকার নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ২৯৫ কোটি ৯৭ লাখ টাকা। তবে চলতি বছরের এডিপির আকার ধরা হয়েছিল ১ লাখ ২৩ হাজার ৩৪৬ কোটি টাকা। সংশোধিত এডিপিতে বাদ দেওয়া হয়েছে ৪ হাজার ৫০ কোটি ৩ লাখ টাকা। বরাদ্দের ক্ষেত্রে সংশোধিত এডিপিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে পরিবহন খাতে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, সংশোধিত এডিপিতে পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দের পরিমাণ ২৫ হাজার ৩৫৯ কোটি ৬০ লাখ টাকা। ভৌত-পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ন খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ১৩ হাজার ৯৭৭ কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তৃতীয় সর্বোচ্চ ১২ হাজার ৭১২ কোটি ৯৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে শিক্ষা ও ধর্ম খাতে। এছাড়া বিদ্যুৎ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১২ হাজার ৩৪৭ কোটি ৫৭ লাখ টাকা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে জানানো হয়, এডিপি বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ৭৭ হাজার ৭০০ কোটি টাকা ও বৈদেশিক সহায়তা থেকে ৩৩ হাজার কোটি টাকা এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব তহবিল থেকে ৮ হাজার ৫৯৫ কোটি ৯৭ টাকা অর্থায়ন করা হবে। সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘পদ্মা সেতু আমাদের স্বপ্নের প্রকল্প। সুতরাং পুরো অর্থবছরে পদ্মা সেতুর জন্য যত ব্যয় করা দরকার সেটাই বরাদ্দ থাকবে।’

এডিপি বাস্তবায়ন হার ইতিবাচক মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী জানান, চলতি বছরের মে মাসে আবারও সংশোধিত এডিপি নিয়ে বৈঠক হবে। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম ও পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম।

মন্ত্রণালয় সূত্র জানায়, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্প সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ১ হাজার ৫৮১টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ২৫৫টি, কারিগরি সহায়তা প্রকল্প ১৫৪টি, জেডিসিএফ প্রকল্প ৬টি এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প রয়েছে ১৬৬টি। এগুলোর মধ্যে নতুন অনুমোদিত প্রকল্প রয়েছে ২৭২টি। মূল এডিপিতে বরাদ্দসহ মোট প্রকল্প ছিল ১ হাজার ২৭৮টি।

/এসআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
২২ বছর পর প্রিমিয়ার লিগে ইপসউইচ
২২ বছর পর প্রিমিয়ার লিগে ইপসউইচ
৩২ ঘণ্টা পর লাইন ক্লিয়ার, ট্রেন চালুর অপেক্ষা
৩২ ঘণ্টা পর লাইন ক্লিয়ার, ট্রেন চালুর অপেক্ষা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস