X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

১৪ মে নির্বাচন করতে এফবিসিসিআই’র আপিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৭, ১৭:১২আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৭:৩৩

১৪ মে নির্বাচন করতে এফবিসিসিআই’র আপিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলেন সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহমাদ। সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বৃহস্পতিবার (২৩ মার্চ) বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন।
আইনজীবীরা জানিয়েছেন, আগামী ২৭ মার্চ নির্বাচন নিয়ে আবেদনের ওপর আপিল বেঞ্চে শুনানি হবে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ মে ব্যবসায়ীদের এ সংগঠনের নির্বাচন হওয়ার কথা রয়েছে। রিটকারীর পক্ষে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে এফবিসিসিআই’র আবেদন ২৭ মার্চ শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে।’
শুনানির দিন ধার্য বিষয়ে এফবিসিসিআই’র আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘যেহেতু ১৪ মে নির্বাচনের দিন ধার্য রয়েছে, তাই এ প্রক্রিয়া চালাতে কোনও বাধা নেই। তবে ২৭ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে চূড়ান্ত শুনানি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
এর আগে বুধবার (২২ মার্চ) দুই মাসের জন্য এফবিসিসিআই নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। ময়মনসিংহ চেম্বারের সভাপতির এক রিট আবেদনের প্রেক্ষিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়। এদিন রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। পরে তিনি রিট প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ওই আবেদনে বলা ছিল, নিয়ম অনুযায়ী প্রত্যেক বিভাগ থেকে এফবিসিসিআই’র পরিচালক মনোনীত করতে হবে। ২০১৫ সালে ময়মনসিংহ বিভাগ হয়। ২০১৬ সালে ময়মনসিংহ চেম্বার অব কমার্স তাদের অন্তর্ভুক্তির জন্য দরখাস্ত করে। কিন্তু গত এক বছরেও তা বাস্তবায়ন হয়নি।
/এমটি/ইউআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস