X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

৯ লাখ ১৪ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থনীতি সমিতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৭, ২০:২৭আপডেট : ২৮ মে ২০১৭, ২০:২৯

 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ড. আবুল বারকাত আগামী অর্থবছরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে বাজেট পেশ করতে যাচ্ছেন, তার আকার দ্বিগুণ বাড়িয়ে ৯ লাখ ১৪ হাজার ৭৮৯ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। রবিবার রাজধানীর নিউ ইস্কাটনে সমিতির অডিটোরিয়ামে (২০১৭-১৮) অর্থবছরের প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এই প্রস্তাব করা হয়।

অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও অর্থনীতিবিদ আবুল বারাকাত বলেন, ‘‘এবার আমরা  ‘মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণ’ স্লোগানে বাজেট প্রস্তাবনা দিয়েছি। এ নিয়ে তৃতীয়বারের মতো এ সমিতি ছায়া বাজেট দিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ১৪ হাজার ৭৮৯ কোটি টাকা, যা অর্থমন্ত্রীর পেশ করতে যাওয়া সম্ভাব্য ৪ লাখ ২৬৭ কোটি টাকার চেয়ে দ্বিগুণ। আমাদের প্রস্তাবিত বাজেট দ্রুত সম্প্রসারণশীল ও বৃহদায়তন। এ বাজেটের মধ্যে রাজস্ব আয় ৭৯ শতাংশ অর্থাৎ রাজস্ব আয় থেকে আসবে ৭ লাখ ২৫ হাজার ৩১২ কোটি টাকা। বাকি ২১ শতাংশ অর্থাৎ ঘাটতি অর্থায়ন (১ লাখ ৮৯ হাজার ৪৭৭ কোটি টাকা) যোগান দেবে সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্ব, বিদেশি বসবাসকারী নাগরিকদের বন্ড থেকে ২৬ শতাংশ অর্থাৎ ৪৯ হাজার ৪৭৭ কোটি টাকা, সঞ্চয়পত্র থেকে ঋণগ্রহণ ২৩ শতাংশ অর্থাৎ ৪৫ হাজার কোটি টাকা, দেশীয় ব্যাংক থেকে ঋণ ১৯ শতাংশ অর্থাৎ ৩৫ হাজার কোটি টাকা।’

আবুল বারাকাত বলেন, ‘প্রস্তাবিত মোট রাজস্ব থেকে আয় হবে ৭ লাখ ৩৫ হাজার ৩১২ কোটি টাকা; যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে প্রায় ৩ গুণ বেশি। প্রস্তাবিত মোট ব্যয় বরাদ্দ (অনুন্নয়ন ও উন্নয়ন) হবে ৯ লাখ ১৪ হাজার ৭৮৯ কোটি টাকা। যা গত অর্থবছরের সরকারি বাজেটের তুলনায় ৩.৮৯ গুণ বেশি।’  তিনি আরও বলেন, ‘বাজেটের ব্যয় বরাদ্দ কাঠামোতে গুণগত রূপান্তর ঘটবে। মোট বরাদ্দ ও আনুপাতিক বরাদ্দে উন্নয়ন বাজেট হবে অনুন্নয়ন বাজেটের চেয়ে অনেক বেশি, যা এখন ঠিক উল্টো। এখন উন্নয়ন-অনুন্নয়ন বাজেট বরাদ্দের অনুপাত ২৪:৭৬; যা আমাদের প্রস্তাবিত বাজেটে হবে ৫৫:৪৫। উন্নয়ন বরাদ্দ এখনকার তুলনায় প্রায় ৪.৫ গুণ বৃদ্ধি পেয়ে ৫ লাখ ২ হাজার ৯১৬ কোটি টাকায় উন্নীত হবে। আর অনুন্নয়ন বরাদ্দ এখনকার তুলনায় প্রায় ১.২ গুণ বৃদ্ধি পেয়ে ৪ লাখ ১১ হাজার ৮৭৩ কোটি টাকায় উন্নীত হবে ।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন

জিএম/ এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?