X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সামাজিক ব্যবসা সম্মেলন বাতিল করেছে ইউনুস সেন্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ২০:৩১আপডেট : ২৭ জুলাই ২০১৭, ২০:৪১

ইউনূস সেন্টারের সম্মেলন অনিবার্য কারণ দেখিয়ে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনটি বাতিল করেছে ইউনুস সেন্টার। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) শুরু হওয়ার কথা ছিল দুই দিনের এই সম্মেলন।
সংবাদ বিজ্ঞপ্তিতে সেন্টারের পক্ষ থেকে বলা হয়, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অনিবার্য কারণবশত আমরা সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে শুক্রবার থেকে আয়োজিত ৭ম আন্তর্জাতিক সম্মেলন বাতিল ঘোষণা করছি। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যাদের আমন্ত্রণ করা হয়েছিল এবং সম্মেলনে অংশ নেওয়ার জন্য যারা নিবন্ধিত হয়ে দুই দিনের এই সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছিলেন; তারা যেন তা বাতিল করেন, সেই অনুরোধ করছি।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই দিনব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ চারশ বিদেশি অতিথি নিবন্ধন করেছিলেন। প্রায় দুইশ ব্যক্তি বিভিন্ন দেশ থেকে এসে পড়েছেন। এর মধ্যে জাতিসংঘের সহকারী মহাসচিব থমাস গাসও রয়েছেন। তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য কর্মসূচি বাস্তবায়নের প্রধান কর্মকর্তা। সম্মেলনে তার মূল বক্তব্য রাখার কথা ছিল। এসব বিদেশি অতিথিসহ সম্মেলনের সব অতিথির কাছে ক্ষমা চাওয়া হয়েছে ইউনূস সেন্টারের ওই বিজ্ঞপ্তিতে। পাশাপাশি সম্মেলনটি আয়োজনে যারা ইউনূস সেন্টারকে সহায়তা দিয়েছে, তাদেরও ধন্যবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন-

‘নিরাপত্তার কারণে সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি ইউনূস সেন্টারকে’


/জেইউ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস