X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

রাজধানীতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৮.৪৪ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৮, ০২:৪৮আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ০২:৪৮

নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য ও সেবার ব্যয় বৃদ্ধি পাওয়ায় রাজধানীতে জীবনযাত্রার ব্যয় ২০১৭ সালে ৮.৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ ব্রিফিংয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ কথা জানায়।

ক্যাবের সংবাদ সম্মেলন ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন, ‘ক্যাব নগরীর ১৫টি কাঁচাবাজারে ১৪৪টি খাদ্যপণ্য, ২২টি নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং ১৪টি ইউটিলিটি সেবা সম্পর্কে তথ্য সংগ্রহ করে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চিত্র তুলে ধরেছে।’ এসময় তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পৃথক ‘সাপ্লাই অ্যান্ড প্রাইস’ বিভাগ গঠন অথবা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে পৃথক মন্ত্রণালয় তৈরিসহ ১০ দফা সুপারিশ তুলে ধরেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য নিয়ন্ত্রণে বিকল্প ব্যবস্থা হিসেবে একজন উপদেষ্টার নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি পৃথক উইং খোলা, ভোক্তা অধিকার রক্ষায় বাড়ি ভাড়া আইন ১৯৯১ সংশোধন এবং হাউস রেন্ট কমিশন গঠনের সুপারিশ করা হয়। পাশাপাশি চালের দাম স্থিতিশীল রাখতে এবং কৃষকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিতে ধান তোলার সময় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান-চাল সংগ্রহে পরীক্ষামূলকভাবে ‘কন্ট্রাক্ট পেয়িং সিস্টেম’ চালুর পরামর্শ দেওয়া হয়।

ক্যাব জানায়, ২০১৭ সালে পণ্য ও সেবার মূল্য ৭.১৭ শতাংশ বেড়েছে। চালের মূল্য বিশেষ করে মোটা চালের মূল্য ২০.৪০ শতাংশ, সবজির মূল্য ২৪.২৮ শতাংশ, তরল দুধ ২০.৩৬ শতাংশ এবং গরুর মাংস ১৯.৭২ শতাংশ, পেঁয়াজ ৪০.৯৯ শতাংশ বেড়েছে। ২০১৭ সালে বাড়ি ভাড়া বেড়েছে ৮.১৪ শতাংশ। তবে ডাল, ডিম, আলু ও রসুনের দাম ২০১৭ সালে কমেছে।

ক্যাব জানায়, ২০১৭ সালে বিদ্যুতের মূল্য বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যুৎ উৎপাদন এবং গ্রাহক সংখ্যা বিপুল হওয়ায় বিদ্যুৎ সরবরাহে পরিবর্তন এসেছে। ২০১৬ সালে রাজধানীতে জীবনযাত্রার ব্যয় বেড়েছিল ৬.৪৭ শতাংশ।


/এসআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা