X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

২০১৮ সালে ইসলামী ব্যাংকের ‘এমক্যাশ’কে এগিয়ে নিতে চাই: আরাস্তু খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ২২:৫৭আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ২৩:০৩

ইসলামী ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খান

২০১৮ সালে মোবাইল ব্যাংকিং কার্যক্রম ‘এমক্যাশ’কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বেশি মনোযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) চেয়ারম্যান আরাস্তু খান। সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকায় ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০১৭ সালের অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন তিনি।

আরাস্তু খান বলেন, বিগত দিনগুলোতে ‘এমক্যাশ’ নিয়ে কোনও কাজ হয়নি। দেশের সাধারণ অশিক্ষিত লোকরাও মোবাইল ব্যাংকিং করছে। এ জন্য এই বছর ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রম ‘এমক্যাশ’কে সামনের দিকে নিয়ে যাওয়া হবে। এক্ষেত্রে তিনি ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রম ‘বিকাশ’ এর প্রশংসাও করেন। এছাড়া ২০১৮ সালে ফাইন্যান্সিয়াল টেকনোলজির ওপরও গুরুত্ব দেওয়া হবে। এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া হবে। বর্তমানে ইসলামী ব্যাংকের ৫০টির মতো এজেন্ট ব্যাংকিংয়ের শাখা হয়েছে। এই বছরে আরও দেড়শ থেকে ২০০ শাখা খোলা হবে।

সংবাদ সম্মেলনে ব্যাংকের অগ্রগতির চিত্র তুলে ধরে আরাস্তু খান বলেন, বড় ব্যাংক হিসাবে আমানতকারীদের কাছে আমরা দায়বদ্ধ। এক বছর আগে এই ব্যাংকে দায়িত্ব নিয়েছিলাম, এখন ব্যাংকটি কোথায় আছে সেটা জানাতে চাই।

তিনি বলেন, ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত ইসলামী ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ হাজার ১৩০ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ৭ হাজার ২৪৪ কোটি টাকা বেশি। একই সময়ে ৮ হাজার ৪৫৭ কোটি টাকা নতুন বিনিয়োগসহ মোট সাধারণ বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৯ কোটি টাকা। তিনি বলেন,  আগের বছরের তুলনায় বিনিয়োগে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক সাত শতাংশ। আর আগের বছরের তুলনায় আমাদের আমানতের প্রবৃদ্ধি হয়েছে, আয় বেড়েছে ১০ দশমিক ৭ শতাংশ।

আরাস্তু খান বলেন, ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ আগের থেকে কমেছে। ২০১৭ সালে আমাদের খেলাপি ঋণের পরিমাণ মোট বিতরণ করা ঋণের ৩ দশমিক ৫৬ শতাংশ, যা ২০১৬ ও ২০১৫ সালে ছিল যথাক্রমে  ৩ দশমিক ৮৩ শতাংশ ও ৪ দশমিক ২৫ শতাংশ।

তিনি উল্লেখ করেন. সারা বছর প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে খরা থাকলেও আইবিবিএলকে এর  প্রভাব ‘তুলনামূলক কম’ সইতে হয়েছে। আরাস্তু খান বলেন, ২০১৭ সালের শেষে এসে ব্যাংকের রেমিটেন্স প্রবাহ বেড়েছে ২৭ শতাংশ, সেই সঙ্গে  বছরের শেষ ১৪ দিন গড়ে ১০ মিলিয়ন ডলার করে রেমিটেন্স এসে মোট ১৪০ মিলিয়ন ডলারে এসে ঠেকেছে। আশা করি এই বছরে সাড়ে তিন বিলিয়ন ডলার রেমিটেন্সের লক্ষমাত্রা অর্জন করতে পারবো আমরা।

ইসলামী ব্যাংক পরিচালিত হয় স্বচ্ছতার ভিত্তিতে দাবি করে আরাস্তু খান বলেন, ইসলামী ব্যাংকে ঘুষ দিয়ে ঋণ দেওয়ার কথা আমি কখনও শুনিনি। তিনি বলেন, আইবিবিল মোট আমানতের ৮৭ দশমিক ৭ শতাংশ (৬৫ হাজার ৮০০ কোটি টাকা) বিনিয়োগ করেছে, যেখানে আমাদের ৯০ শতাংশ পর্যন্ত আমরা বিনিয়োগ করতে পারব। আমাদের ব্যাংকে অলস অর্থের পরিমাণ সাড়ে ৭ হাজার কোটি টাকা। তিনি জানান, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের আমানতের পরিমাণ ৭৫ হাজার ১৩০ কোটি টাকা, যা ২০১৬ সালের তুলনায় ৭ হাজার ২৪৪ কোটি টাকা বেশি।

সংবাদ সম্মেলনে ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আবদুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান জিল্লুর রহমান, পরিচালক সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবদুল হামিদ মিয়া উপস্থিত ছিলেন।

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
একান্ত আলাপে অস্কারজয়ীর মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪সোনার বাংলা, আই ওয়ান্ট টু ভালোবাসি: এ আর রাহমান
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা