X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুৎচালিত যানবাহন ব্যবহারের প্রস্তুতি নেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৬

১৮তম জাতীয় নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক কনফারেন্স ও গ্রিন এক্সপো

বিদ্যুৎচালিত যানের কারণে ভবিষ্যতের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। জীবাশ্ম জ্বালানিতে পরিবেশ দূষণ আর বাড়তি ব্যয় রোধে উন্নত বিশ্ব এখনই বিদ্যুৎচালিত যানবহনের দিকে ঝুঁকছে। এমন গাড়ি দেশের রাস্তায়ও চলাচল করছে। অর্ধেক জ্বালানি খরচেই সমান দূরত্ব অতিক্রমের এই যানবাহনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউট আয়োজিত ১৮তম জাতীয় নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক কনফারেন্স ও গ্রিন এক্সপো এর-সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

শক্তি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক নাহিম রাজ্জাক এমপি, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন ও নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুল মতলব আহমেদ।

অনুষ্ঠানে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আগামীতে যানবাহনগুলো ইলেকট্রিক হয়ে যাবে। তাই ইলেকট্রিক বা সোলার চার্জিং স্টেশন করার জন্য দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সমন্বয় করেই পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষাবিদ ও শিল্প প্রতিষ্ঠান মিলে সমন্বিত গবেষণা করলে কাঙ্খিত ফল পাওয়া যাবে। আগামীর চাহিদা বিবেচনায় গবেষণা বাড়াতে হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সমন্বয় করেই পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন নতুন চিন্তাভাবনা ও প্রযুক্তি উদ্ভাবন নিয়ে নীতিনির্ধারকরা যুগপোযোগী নীতিমালা গ্রহণ করতে পারে।’

তিন দিনব্যাপী এই কনফারেন্সে সেমিনার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ও ২৫টি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তি প্রদর্শন করা হয়। ১৬টি কলেজ ও ১৬টি বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

 

/এসএনএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?