X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

২০১৮ সালে ৪১ শতাংশ বিক্রয় প্রবৃদ্ধি অর্জন মার্সেলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ২২:৩৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ২২:৩৪

বেলুন উড়িয়ে মার্সেলের দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন ২০১৮ সালে দেশের বাজারে পণ্য বিক্রিতে ৪১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড মার্সেল। আগামী বছর এর দ্বিগুণ প্রবৃদ্ধি অর্থাৎ ৮২ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। লক্ষ্য অর্জনে ব্যাপক পরিকল্পনা করেছে মার্সেল কর্তৃপক্ষ। এ বছর প্রতিষ্ঠানটির নতুন লোগো উন্মোচন করা হচ্ছে। ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় থাকছে মার্সেলের প্যাভিলিয়ন। নতুন পরিবেশকদের নিয়ে দিনব্যাপী সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক এসএম আশরাফুল আলম। গত ৫ নভেম্বর সকালে রাজধানীর মার্সেল করপোরেট অফিসে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

২০০৮ সালে মার্সেল যাত্রা শুরু করে জানিয়ে বিশেষ অতিথি ভাইস-চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী বলেন, ‘একসময় আমাদের দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজার ছিল আমদানি নির্ভর। আজ ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ। স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি হচ্ছে। আমাদের স্বপ্ন, বাংলাদেশ হবে বিশ্বের ইলেকট্রনিক্স পণ্যের রাজধানী।’

নতুন পরিবেশকদের মার্সেল পরিবারে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটির হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘২০১৮ সালে বিক্রয় প্রবৃদ্ধি ও ডিস্ট্রিবিউটর বাড়ানোর লক্ষ্য ছিল আমাদের। আমরা লক্ষ্য ছাড়িয়ে যেতে পেরেছি। এ বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১৮৯ জন নতুন ডিস্ট্রিবিউটর মার্সেলের সঙ্গে যুক্ত হয়েছেন। ২০১৯ সালে দেশের বাজারে ৩ লাখ ৬০ হাজার ফ্রিজ বিক্রি করা আমাদের লক্ষ্য। বাংলাদেশের সেরা ফ্রিজ, টিভি, এসিসহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স তৈরি করছে মার্সেল।’

মার্সেলের সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান মো. মোজাহিদুল ইসলাম জানান, ক্রেতাদের দ্রুত ও সর্বোত্তম সেবা দিতে দেশব্যাপী মার্সেলের রয়েছে ৭১টি সার্ভিস পয়েন্ট ও পাঁটি মিনি সার্ভিস পয়েন্ট। সম্মেলনে আরও বক্তব্য দেন পরিচালক এস এম মঞ্জুরুল আলম, জাকিয়া সুলতানা, তাহমিনা আফরোজ তান্না ও রাইসা সিগমা হিমা, মার্সেলের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, নজরুল ইসলাম সরকার, এসএম জাহিদ হাসান, হুমায়ূন কবীর, মোহাম্মদ রায়হান, উপদেষ্টা লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সোহরাওয়ার্দী প্রমুখ।

সারাদেশের বিভিন্ন জোন থেকে মার্সেলের দেড় শতাধিক নতুন পরিবেশক অংশ নেন ‘মিট দ্য নিউ ডিস্ট্রিবিউটরস ২০১৮’ শীর্ষক দিনব্যাপী সম্মেলনে। ইলেকট্রনিক্স পণ্য বিপণনের আধুনিক কলাকৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয় তাদের। মার্সেলের নতুন পরিবেশকরা ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায় নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজন সঞ্চালনা করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজপড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে