X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘প্রযুক্তিনির্ভর আর্থিক উন্নয়নে নীতিগত সহায়তা দিচ্ছে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ২০:২৩আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২৩:৪৮

‘প্রযুক্তিনির্ভর আর্থিক উন্নয়নে নীতিগত সহায়তা দিচ্ছে সরকার’ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আর্থিক সেবা প্রদানে সব ধরনের সহায়তা করছে সরকার। দেশের প্রান্তিক পর্যায়ে সহজে আর্থিক সেবা পৌঁছে দিতেও কৌশল প্রণয়ন আর নীতিগত সহায়তা দেওয়া হচ্ছে। আগামীতে ডিজিটাল আর্থিক সেবা সহজীকরণে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়। মঙ্গলবার (২০ নভেম্বর) ‘বাংলাদেশ আর্থিক অর্ন্তভুক্তিমূলক সম্মেলন-২০১৮’র উদ্বোধনী পর্বে বক্তারা এসব কথা বলেন। ঢাকার আগারগাওঁস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর আয়োজন করেছে ইউএন ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (ইউএনসিডিএফ)।

সরকারের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক, দেশি-বিদেশি বিশেষজ্ঞ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা মতামত ব্যক্ত করেন সম্মেলনে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এখন জনগণকে সেবা দেওয়া হচ্ছে। ২০২১ সালের মধ্যে সব আর্থিক প্রতিষ্ঠান এর আওতায় আসবে। তখন তারা আকর্ষণীয় পণ্য নিয়ে জনগণকে আকৃষ্ট করবে। ডিজিটাল বাংলাদেশ ধারণা থেকে ডিজিটাল ফিন্যান্সিং ও জনগণকে আর্থিক সেবা দিতে অবকাঠামো তৈরি করা হয়েছে। এখন প্রযুক্তিসম্পন্ন মানবসম্পদ ও দক্ষ করে গড়ে তুলতে কাজ চলছে।’

আর্থিক খাতের ডিজিটালাইজেশনে সরকার সব ধরনের সহায়তা করছে উল্লেখ করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (অ্যাডিশনাল সেক্রেটারি) অরিজিৎ চৌধুরী। তার কথায়, ‘আর্থিক খাতের ডিজিটালাইজেশনে চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করে নীতিমালা করেছি। বাংলাদেশ এখন পুরোপুরি ডিজিটালাইজেশনে রূপান্ততি হচ্ছে। আর্থিক খাতের উন্নয়নেও সরকার কাজ করছে, এই খাতের উন্নয়নে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। সরকারের সেবাদানকারী প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়গুলো ইতোমধ্যে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সেবা প্রদান করছে। ফিন্যান্সিয়াল ইনক্লুশন কৌশল নীতিমালায় ডিজিটালাইজেশন ও ডিজিটাল ইকো-সিস্টেমকে গুরুত্ব দেওয়া হয়েছে।’

সরকারের আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব (অ্যাডিশনাল সেক্রেটারি) রাশেদুল ইসলাম বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ ২০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। ই-গর্ভনেন্স, আইসিটি সম্পদের উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রে কাজ করছে। ই-কমার্স পলিসিতে ফিন্যান্সিয়াল ইনক্লুশনকে গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার ডিজিটাল টেকনোলজি সহায়তা ও সহযোগিতা করতে প্রস্তুত। এই খাতকে এগিয়ে নিতে সরকারের বিশেষ নজর রয়েছে।’

ইউএনসিডিএফ-এর প্রোগাম ম্যানেজার রাজীব কুমার গুপ্ত মনে করেন, যেকোনও ব্যবসাকে এগিয়ে নেওয়া বা স্থায়ী করতে কাস্টমার সেন্ট্রিসিটি খুব গুরুত্বপুর্ণ। যা এই সম্মেলনে গুরুত্বপূর্ণ বিষয়। উদ্বোধনী সেশন সঞ্চালনা করেন ব্র্যাকের অ্যাডভোকেসি ফর স্যোস্যাল চেঞ্জের পরিচালক কেএএম মোরশেদ।
দিনব্যাপী সম্মেলনে ছিল একাধিক সেশন। এসব আয়োজনে প্রযুক্তিনির্ভর কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও উন্নয়ন, ক্ষুদ্র ঋণ ও এর প্রযুক্তির সঙ্গে সংযোগ সাধন, প্রযুক্তি ব্যবহারে নারী-পুরুষের বৈষম্য দূরীকরণে করণীয়, ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা উন্নয়নে প্রযুক্তিনির্ভর সাপ্লাই চেইন, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রেমিটেন্সের প্রভাব নিয়ে আলোচনা, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা উদ্ভাবন ও প্রদর্শন করা হয়। এছাড়া ডিজিটাল ফিন্যান্সিয়াল সিস্টেমস (ডিএফএস) মেলায় ২৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিজেদের পণ্য প্রদর্শনের পাশাপাশি বিস্তারিত তুলে ধরছে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ