X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কর ব্যবস্থা সংস্কারের তাগিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২১, ১৯:৫৭আপডেট : ০৮ জুন ২০২১, ১৯:৫৯

কর ব্যবস্থা সংস্কারের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। একইসঙ্গে তারা বিনিয়োগ বাড়াতে হলে ঘন ঘন নীতি পরিবর্তন থেকে সরে আসা ও আগাম কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৮ জুন) চট্টগ্রাম চেম্বার ও বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্সের উদ্যোগে বাজেট-পরবর্তী সংলাপে এ তাগিদ দেন তারা। সংলাপটি সঞ্চালনা করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এতে অন্যান্য ব্যবসায়ী সংগঠনের নেতারাও অংশ নেন।

সংলাপে এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘দেশীয় শিল্প খাতকে বাজেটে বেশিকিছু সুবিধা দেওয়া হয়েছে। এটা ইতিবাচক। তবে আগাম কর এখনও রয়ে গেছে। এই কর ব্যবসার খরচ বাড়িয়ে দিচ্ছে। তাই এটি প্রত্যাহার করা জরুরি।’

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রূপালী চৌধুরী বলেন, ‘অর্থনৈতিক অঞ্চলে (ইকোনমিক জোন) উদ্যোক্তারা জমি নেওয়ার সময় ভ্যাট দেওয়ার বিধান ছিল না। এখন রাজস্ব বোর্ড বলছে, ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। তাহলে তো নীতির ধারাবাহিকতা থাকলো না।’  প্রতিযোগী দেশের তুলনায় দেশে বৈদেশিক বিনিয়োগ খুবই কম উল্লেখ করে নীতির ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি। প্রশাসনিক জটিলতা ও কর ব্যবস্থা সংস্কারের তাগিদ দিয়ে তিনি বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর তুলনায় এখানে বিনিয়োগের সুযোগ-সুবিধা কম থাকলে বিনিয়োগ বাড়বে না।’

বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, ‘বিশ্বে কৃত্রিম তন্তুর পোশাকের রফতানি বাজার বাড়ছে। এই বাজার ধরতে হলে এ খাতের উদ্যোক্তাদেরকে ১০ বছরের প্রণোদনা দেওয়া উচিত। তাহলে বিনিয়োগ যেমন বাড়বে, তেমনই দ্রুত কর্মসংস্থানও তৈরি হবে। বিনিয়োগে আকৃষ্ট করতে ব্যবসার নীতিসহায়তা বছর বছর পরিবর্তন না করে ন্যূনতম পাঁচ বছর মেয়াদি করা দরকার।’

সংলাপে সিমেন্ট প্রস্তুতকারক সমিতির সভাপতি আলমগীর কবির বলেন, ‘বাজেটে আগাম কর ২ শতাংশ চূড়ান্ত দায় হিসেবে রেখে দেওয়া হয়েছে। এটা এই শিল্পের জন্য বড় বোঝা। আবার টনপ্রতি ক্লিংকারে ৫০০ টাকা শুল্ক দিতে হচ্ছে। তাতে সিমেন্টের কাঁচামালের ওপর ১০-১১ শতাংশ আমদানি শুল্ক দিতে হয়, যেটা শিল্পের কাঁচামালের জন্য অনেক বেশি। এই খাতে একই পণ্যে দুই বার কর দিতে হচ্ছে। আগাম কর প্রত্যাহার ও কাঁচামালের শুল্ক যৌক্তিক না করলে এই খাতে উদ্যোক্তাদের টিকে থাকা কঠিন হয়ে যাবে।’

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘রাজস্ব আয় বাড়াতে করের আওতা বাড়ানো দরকার।’ চট্টগ্রাম বন্দরের সম্প্রসারিত প্রকল্প বে-টার্মিনাল দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, ‘বে- টার্মিনাল না হলে পণ্য আমদানি-রফতানিতে সামনে বড় সমস্যা তৈরি হবে।’

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, ‘করপোরেট কর কমানোর সিদ্ধান্তটি ইতিবাচক। তবে তালিকাভুক্ত কোম্পানির চেয়ে অ-তালিকাভুক্ত কোম্পানির করের ব্যবধান বাড়ালে পুঁজিবাজারে অনেক ভালো কোম্পানি আসবে।’

ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন বলেন, ‘রাজস্ব কম আদায় হলে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার চাপ বাড়বে।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
চূড়ান্ত বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস
জিডিপির অনুপাতে বাজেটের আকার অনেক ছোট: মির্জ্জা আজিজ
সর্বশেষ খবর
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়