X
রবিবার, ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২

প্রস্তাবিত বাজেটে থাকছে রাজস্ব আহরণের নানা কৌশল

শফিকুল ইসলাম
৩১ মে ২০২৫, ১০:০০আপডেট : ৩১ মে ২০২৫, ১০:০০

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে রাজস্ব বাড়ানোর কৌশল হিসেবে বিভিন্ন পণ্যের ওপর শুল্ক বাড়ানোর চিন্তা করছে সরকার। একইসঙ্গে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনারও চিন্তা করছে। সরকারের মাথার ওপর সবচেয়ে বড় চাপ হচ্ছে রাজস্ব সংগ্রহ। এর অংশ হিসেবে এ বছর এমএস রডের উৎপাদন পর্যায়ে ২০ শতাংশ শুল্ক আরোপের চিন্তা করা হচ্ছে। একইসঙ্গে বাড়বে আমদানিকৃত গাড়ি, ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশন, ওভেন, বিদেশি ফল, চকলেটসহ বিলাসী ইলেকট্রনিক পণ্যের ওপর ধার্যকৃত শুল্কের পরিমাণ। এর ফলে মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় বাড়বে। মধ্যবিত্তের স্বপ্নের ফ্ল্যাটের দাম বাড়বে। তবে এ শুল্কের পরিমাণ কত শতাংশ বাড়বে সেটি নির্ভর করছে সরকারের নীতিনির্ধারকদের ওপর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, সরকারের রাজস্ব বাড়াতেই নেওয়া হচ্ছে শুল্ক বাড়ানোর নানা কৌশল। কারণ হিসেবে জানা গেছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারের দেওয়া ভাতার পরিমাণ বাড়ানো, জুলাই শহীদদের পরিবারকে সহায়তা ও চিকিৎসা বাবদ অর্থ দেওয়া এবং ডিসেম্বরের পরে বা জুনের আগে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় মেটানো একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ কারণেই রাজস্ব বাড়ানোর কোনও বিকল্প নেই বলে মনে করছে সরকার। 

জানা গেছে, রাজস্ব বাড়ানোর কৌশল হিসেবে বিলাসী ও আমদানিকৃত পণ্য, নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ব্যতিরেকে বিশেষ করে যেসব পণ্য বাংলাদেশে উৎপাদন করা হয় না, সেসব পণ্যের ওপর শুল্ক বাড়ানো হবে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে। এর প্রধান উদ্দেশ্য হলো রাজস্ব বাড়ানো এবং দেশীয় শিল্প সুরক্ষা। একইসঙ্গে কিছু খাত রয়েছে যেগুলো থেকে সরকারের রাজস্ব আসে কিন্তু তা খুবই কম, এমন সব খাত থেকে রাজস্ব আদায়ের জন্য কঠোর নির্দেশনাও থাকবে নতুন বাজেটে। বিশেষ করে ভূমি উন্নয়ন কর। ভূমি উন্নয়ন কর বাবদ সরকারের কোষাগারে প্রচুর রাজস্ব আহরণের সুযোগ থাকলেও তা কাঙ্ক্ষিত হারে আদায় হয়নি এতকাল। এ কারণে ইতোমধ্যে ভূমি উন্নয়ন কর আদায়ে সরকারের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বর্তমানে ভূমি উন্নয়ন কর বাবদ রাষ্ট্রীয় কোষাগারে বিপুল পরিমাণ অর্থ জমা হচ্ছে। সরকার মনে করছে, এক্ষেত্রে আরও কঠোর হলে এ আয় উল্লেখযোগ্য হারে বাড়বে।  

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন বাজেটে নির্বাচনি ব্যয়ে বিশেষ বরাদ্দ থাকছে। নির্বাচনি ব্যয়ের একটি হিসাব নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়। সেটির ওপর অর্থ মন্ত্রণালয় খুব বেশি নিয়ন্ত্রণ রাখতে পারে না। নির্বাচন একটি স্পর্শকাতর বিষয়। নির্বাচন কমিশনের গঠনতন্ত্র অনুযায়ী বাজেট চাইলে সরকারকে সেই বাজেট দিতে হয়। সরকারের বিশ্বাস ইলেকশন কমিশন অহেতুক টাকা বরাদ্দ চাইবে না। তবে জাতীয় নির্বাচনের কারণে বাজেটে কিছুটা চাপ পড়বে। নির্বাচনের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলের বাইরে যেতে হয়। ভোটকেন্দ্রে ভোট গ্রহণের জন্য শিক্ষকদের পাঠাতে হয়। এসব খাতে ব্যয় হবে, সেটির জন্য সরকারকে বরাদ্দ রাখতে হবে।

অর্থ মন্ত্রণালয়সহ জাতীয় রাজস্ব বোর্ড তথা বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজস্ব সংগ্রহের বড় কোনও উৎসের সন্ধান না পাওয়ায় আগামী বাজেট বড় করা হচ্ছে না। এ কারণেই চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় আগামী অর্থবছরের মূল বাজেটের আকার অন্তত সাত হাজার কোটি টাকা কমানো হচ্ছে বলে জানা গেছে। উচ্চাভিলাষী না হয়ে বাস্তবভিত্তিক বাজেটের দিকেই এগোতে চায় অন্তর্বর্তী সরকার। এর অন্যতম লক্ষ্য হবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনা।   

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশে দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, গত মার্চে যার হার ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। সূত্র অনুযায়ী, নতুন বাজেটে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনার ঘোষণা থাকতে পারে। সরকার প্রথমে আগামী অর্থবছর শেষে এ হার সাত শতাংশে নামিয়ে আনবে বলে ঠিক করেছিল। তবে বাংলাদেশ ব্যাংক নানামুখী পদক্ষেপ নেওয়ায় এ হার আরও কমবে বলে মনে করছে সরকার।

জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের মতো আগামী অর্থবছরেও বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের পাঁচ শতাংশের নিচে রাখার কথা ভাবা হচ্ছে। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলছে, চলতি অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধি পাঁচ শতাংশের নিচে থাকবে। তবে সরকার আগামী অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য ধরছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ। চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য কিছুটা কমিয়ে এরই মধ্যে পাঁচ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘সরকারের ওপর চাপ কমাতে আগামী দিনগুলোয় ভর্তুকি কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে ‘সিস্টেম লস’ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিদ্যুতের উৎপাদন ব্যয় কমাতে বলা হয়েছে। কারণ, বিদেশ থেকে এলএনজি (লিকুফাইড ন্যাচারাল গ্যাস) বেশি মূল্যে কিনে কম মূল্যে বিক্রি করছে সরকার। আমার মতে, এসব খাতে সব সময় ভর্তুকি দেওয়া যাবে না। এলএনজি ভর্তুকি কমাতে বলেছি।”

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী নতুন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে গত সরকারের প্রবর্তিত সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নতুনভাবে যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার সুবিধাভোগী। একইসঙ্গে আসন্ন বাজেটে (২০২৫-২৬) সব ধরনের ভাতা সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ একশ টাকা বেড়ে ভাতার অঙ্ক (৬৫০-৯০০) টাকায় উন্নীত করা হচ্ছে। সম্প্রতি সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উল্লিখিত এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এসব প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।

সূত্র জানিয়েছে, আগামী বাজেটে ১২ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে মোট বরাদ্দ থাকছে ১৯ হাজার ৭০৭ কোটি টাকা। চলতি ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ আছে ১৭ হাজার ৯৫৭ কোটি টাকা। অর্থাৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নতুন অর্থবছরে এক হাজার ৭৫০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রমতে, আসন্ন বাজেটে নতুন করে ৬ লাখ ২৪ হাজার জনকে বিভিন্ন ভাতার আওতায় আনা হচ্ছে। এটি চলতি অর্থবছরের তুলনায় কম। ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন ভাতার আওতায় নতুন করে ১০ লাখ ২৬ হাজার সুবিধাভোগীকে যুক্ত করা হয়। ওই হিসাবে চলতি ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় আগামী ২০২৫-২৬ অর্থবছরে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বেষ্টনীতে নতুন সুবিধাভোগী মানুষের সংখ্যা কমছে।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’
‘পলায়নের’ অভিযোগে এনবিআর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
কর্মশালার বক্তারাউচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিরবচ্ছিন্ন অর্থায়ন জরুরি
সর্বশেষ খবর
আবারও সভা-সমাবেশে ডিএমপি’র নিষেধাজ্ঞা
আবারও সভা-সমাবেশে ডিএমপি’র নিষেধাজ্ঞা
কৃষক দল নেতাকে অস্ত্রসহ আটক করলো যৌথ বাহিনী, ছেড়ে দিলো পুলিশ
কৃষক দল নেতাকে অস্ত্রসহ আটক করলো যৌথ বাহিনী, ছেড়ে দিলো পুলিশ
সোমবার পালিত হবে ‌‌‘জুলাই উইমেন্স ডে'
সোমবার পালিত হবে ‌‌‘জুলাই উইমেন্স ডে'
তাইওয়ান নিয়ে সম্ভাব্য যুদ্ধে মিত্রদের স্পষ্ট অবস্থান জানতে চায় যুক্তরাষ্ট্র
তাইওয়ান নিয়ে সম্ভাব্য যুদ্ধে মিত্রদের স্পষ্ট অবস্থান জানতে চায় যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
ইরানকে ‘শূন্য সমৃদ্ধকরণ’ চুক্তির পরামর্শ পুতিনের, তেহরানের প্রত্যাখ্যান
ইরানকে ‘শূন্য সমৃদ্ধকরণ’ চুক্তির পরামর্শ পুতিনের, তেহরানের প্রত্যাখ্যান
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
ভারতে গুহায় দুই মেয়েকে নিয়ে ‘ধ্যানমগ্ন’ রুশ নারী উদ্ধার
ভারতে গুহায় দুই মেয়েকে নিয়ে ‘ধ্যানমগ্ন’ রুশ নারী উদ্ধার
ব্যাংকের নিয়ন্ত্রণ হারানোর অভিযোগ, আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি বিদেশি গ্রুপের
ব্যাংকের নিয়ন্ত্রণ হারানোর অভিযোগ, আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি বিদেশি গ্রুপের
ভারত না এলেও ঢাকাতেই হবে এসিসি বৈঠক!
ভারত না এলেও ঢাকাতেই হবে এসিসি বৈঠক!