X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০১

যাত্রা শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা দুটি সংস্থাকে একীভূত করে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’ (বিডা)। ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। বেসরকারি খাতকে আরও বেগবান এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ‘বাংলাদেশ বিনিয়োগ বোর্ড’ ও ‘বাংলাদেশ বেসরকারিকরণ কমিশন’কে একীভূত করে সরকার ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’ বা বিডা নামে নতুন এই সংস্থাটি গঠন করে।

বিডা’র নিজস্ব কার্যালয় না হওয়া পর্যন্ত রাজধানীর দিলকুশায় জীবনবীমা করপোরেশনে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড কার্যালয় এবং বাংলাদেশ সচিবালয়ের পশ্চিম পাশে জাতীয় প্রেসক্লাবের পেছনে পরিবহন পুল ভবনে বাংলাদেশ বেসরকারিকরণ কমিশনের যে কার্যালয় রয়েছে, সেখানেই আপাতত বিডা’র কার্যক্রম চলবে বলে জানা গেছে। এই দুটি ভবনেই বিডা’র সাইনবোর্ড লাগানো হয়েছে।

উল্লেখ্য, নতুন এই সংস্থা গঠনের মাধ্যমে বিনিয়োগ বোর্ড ও বেসরকারি কমিশন বিলুপ্ত করা হলো। একই সঙ্গে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ ও বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামানের নিয়োগ বাতিল হয়ে যায়। এতদিন তারা দুজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দুই প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

এদিকে, গত রোববার বিডা’র প্রথম নির্বাহী চেয়ারম্যান পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ও বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক কাজী মো. আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
সংস্থার ১৭ সদস্যের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান থাকবেন প্রধানমন্ত্রী। ভাইস চেয়ারম্যান থাকবেন অর্থমন্ত্রী। একই সঙ্গে শিল্পমন্ত্রী, বিদ্যুৎমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, বস্ত্রমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, কৃষিমন্ত্রী এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীও থাকবেন গভর্নিং বোর্ডে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের সভাপতি ও বিশেষায়িত দু’টি চেম্বারের সরকার মনোনীত প্রতিনিধি থাকবেন গভর্নিং বোর্ডে।

নতুন আইনের বলে গঠিত ‘বিডা’ এখন ১০০ কোটি টাকা পর্যন্ত সম্পদ মূল্যের সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছাড়তে পারবে। তবে ১০০ কোটি টাকার বেশি সম্পদ মূল্যের শিল্প বা প্রতিষ্ঠান বেসরকারিকরণ করতে হলে তা নিয়ে যেতে হবে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। আবার বিদেশে নিবন্ধিত বেসরকারি বাণিজ্যিক কোম্পানির বাংলাদেশ শাখা, লিয়াজোঁ ও রিপ্রেজেন্টেটিভ অফিস স্থাপনের ক্ষেত্রে এখন থেকে নতুন সংস্থাটির অনুমোদন নিতে হবে।

/এসআই/এবি/

আরও পড়ুন
লন্ডনের কিংস কলেজে চালু হলো ইউনূসের সামাজিক ব্যবসা কেন্দ্র

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ