X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কল-কারখানায় পুরনো যন্ত্রপাতি আমদানিতে নিষেধাজ্ঞা

গোলাম মওলা
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৪

এখন থেকে কল-কারখানায় ব্যবহারের জন্য বেশি পুরনো যন্ত্রপাতি আনা যাবে না। শিল্প কারখানার মালিকদের উদ্দেশে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেওয়ার পর রবিবার অধিক পুরাতন মেশিন আমদানির জন্য এলসি না খোলার ব্যাপারে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পুরাতন যন্ত্র- প্রতীকী ছবি বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেশি পুরনো যন্ত্রপাতি (মেশিন)  জনজীবনের জন্য হুমকি ও পরিবেশবান্ধব না হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, পুরনো যন্ত্রপাতি আমদানি বন্ধের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। গত ৮ আগস্ট মন্ত্রণালয়ের উপ-সচিব শাহাদাৎ হোসাইন স্বাক্ষরিত চিঠিটিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বলা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ইনোভেশন বিষয়ক কর্মপরিকল্পনা-২০১৬ বাস্তবায়নের লক্ষ্যে গত ১৬ জুলাই অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষিতে এ ধরনের যেন্ত্রপাতির জন্য এলসি না খুলতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে পুরনো যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খোলার ক্ষেত্রে রফতানিকারক প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট যন্ত্রপাতির '‘অর্থনৈতিক আয়ুষ্কাল সনদ’ অবশ্যই সংগ্রহ করতে হবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন চৌধুরী বলেন, বেশি পুরনো যন্ত্রপাতি জনজীবনের জন্য হুমকি ও পরিবেশবান্ধব না হওয়ায় বাণিজ্যমন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক সে ব্যাপারে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে। তিনি বলেন, বেশি পুরনো যন্ত্রপাতি আনার ক্ষেত্রে রফতানিকারক প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট যন্ত্রটির অর্থনৈতিক আয়ুষ্কাল সনদ না পাওয়া পর্যন্ত কোনও এলসি খোলা যাবে না।

/টিএন/আপ-এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস