X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মেলার দ্বিতীয় দিনে ৫৩৩ কোটি টাকা কর আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৬, ২১:১৫আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ২১:১৮

আয়কর মেলা

সপ্তাহব্যাপী শুরু হওয়া আয়কর মেলার দ্বিতীয় দিনে ৫৩৩ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৩১২ টাকা  আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মেলাগুলো থেকে এই পরিমাণ কর আদায় হয়েছে।

গত বছর আয়কর মেলার দ্বিতীয় দিনে ৫২৬ কোটি টাকার কর আদায় হয়েছিল। বুধবার রাজধানী ঢাকাসহ দেশের ৪৮টি জেলা, ৩টি উপজেলাসহ (১টি ভ্রাম্যমাণ)মোট ৫১টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় নতুন টিআইএনধারীর (কর শনাক্তকরণ নম্বরধারী) পরিমাণ বেড়েছে সবচেয়ে বেশি। নতুন টিআইএনধারীর প্রবৃদ্ধি ১৪২ শতাংশ। মেলার দ্বিতীয় দিন বুধবার রিটার্ন দাখিল করেছে ২০ হাজার ৬৫৭ জন। ২০১৫ সালে অনুষ্ঠিত মেলার দ্বিতীয় দিন রিটার্ন দাখিল হয়েছিল ১৭ হাজার ২১৮ জন। এছাড়া, বুধবার সেবা নিয়েছে প্রায় ১ লাখ ২৩ হাজার ব্যক্তি।

আয়কর মেলার দ্বিতীয় দিনে বাড়তি আকর্ষণ ছিল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান কর শিক্ষণ ফোরাম। ভবিষ্যত আয়কর দাতা সৃষ্টি ও শিক্ষার্থীদের মধ্যে কর সচেতনতা তৈরির জন্য এটি এনবিআরের উদ্ভাবনী পদক্ষেপ। কর শিক্ষণ ফোরামের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলা পরিদর্শন ও কর বিষয়ে ধারণা লাভ করবেন। কর বিষয়ে ধারণা লাভের পর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে বুধবার মেলার দ্বিতীয় দিন রাজধানীর সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়ের তিন জন শিক্ষকের নেতৃত্বে নবম থেকে একাদশ শ্রেণির ৬০ জন ছাত্র অংশ নেয়। এরপর তাদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১০ জন ছাত্রকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী ১০জন ছাত্রকে সনদপত্র ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এছাড়া, অংশগ্রহণকারীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ছাত্রদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম।

বিকেলে মেলা প্রাঙ্গনে ‘ট্যাক্স ক্যালকুলেটর’ অ্যাপসের শুভ উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ট্যাক্স ক্যালকুলেটর অ্যাপস এনবিআরের এক নতুন সংযোজন। এর সহায়তায় চাকরিজীবী করদাতারা সহজে কর হিসাব করতে পারবেন। মো. নজিবুর রহমানের  সভাপতিত্বে  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল ওয়াদুদ দারা এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

দ্বিতীয় দিনও করদাতা ও সেবা গ্রহীতাদের পদচারণায় মুখর ছিল মেলা। বিশেষ করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। মেলার দ্বিতীয় দিনও সারাদেশে করদাতারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর প্রদান ও সেবা গ্রহণ করেছেন। দ্বিতীয় দিন করদাতা ও সেবা গ্রহীতার সংখ্যা বেড়েছে।

দ্বিতীয় দিন মেলা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে। দ্বিতীয় দিন পর্যন্ত মেলায় মোট ৭২৫ কোটি ১১ লাখ ৫৪ হাজার ১২৪ টাকা রাজস্ব সংগ্রহ হয়েছে। এবারের মেলা রাজধানীর আগারগাঁওস্থ রাজস্ব ভবনে অনুষ্ঠিত হচ্ছে।

মেলার পরিধি গতবছরের মেলার চেয়ে কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইন গ্রহণ (নতুন ও পুরাতন), ই-পেমেন্ট, ই ফাইলিং (প্রথমবারের মতো অনলাইনে ট্যাক্স রিটার্ন দাখিল), ই-পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মেলায় আসা মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য রয়েছে আলাদা বুথ। মেলায় করদাতাদের যাতায়াতের সুবিধার জন্য রাজধানীর টিএসসি, বেইলি রোড, মিরপুর-২ ও উত্তরা থেকে ৮টি শাটল বাস নিয়োজিত রয়েছে।

/জিএম/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি