X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খরচ কমাতে মার্কেন্টাইল ব্যাংকের নতুন উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৬, ২০:৪৩আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ২০:৪৩

মার্কেন্টাইল ব্যাংক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে দিয়ে হবে ব্যাংকের শাখার উদ্বোধন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরও। এমন ভিআইপিদের দিয়ে ব্যাংকের শাখার উদ্বোধন হলেও আর্থিক খরচ হবে অনেক কম। উদ্বোধনী অনুষ্ঠানে খরচ কমাতে বিশেষ এই উদ্যোগ নিয়েছে বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। এই তথ্য জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মসিহুর রহমান। মঙ্গলবার বিকালে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আগামী বৃহস্পতিবার ঢাকায় বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ১০টি শাখার উদ্বোধন করা হবে ব্যাংকটির। কাজী মসিহুর রহমান বলেন, ‘দুই-তিনটি শাখার খরচ দিয়ে ১০ শাখার উদ্বোধন করা সম্ভব হবে। আলাদা আলাদাভাবে শাখা উদ্বোধনের ক্ষেত্রে ব্যয়বহুল। এছাড়া ব্যাংকের শীর্ষ পর্যায়ের লোকজন সেখানে গেলে ব্যাংকের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যহত হয়।’
তিনি বলেন, ‘আগামী বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ওয়েস্টিন হোটেল থেকে সারাদেশের ১০টি শাখা ডিজিটাল পদ্ধতিতে একযোগে উদ্বোধন করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেগুলোর উদ্বোধন করবেন।’
সংবাদ সম্মেলনে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহসান, ভাইস চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, এ কে এম সাহিদ রেজা, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, অডিট কমিটির চেয়ারম্যান ড. মাহমুদ ওসমান ইমাম, পারিচালক আকরাম হোসেন হুমায়ুন, এম আমান উল্লাহ, প্রমুখ উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহসান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী গ্রামে একটি, শহরে একটি নীতি মেনে শাখা খোলা হচ্ছে। গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কাজ করতে এবং গ্রামের মানুষকে আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতেই এক সঙ্গে ১০ শাখা খোলা হচ্ছে।’

বৃহস্পতিবার উদ্বোধন হতে যাওয়া শাখা হলো- রাজধানীর আসাদগেট, চট্টগ্রামের সদরঘাট, শরীয়তপুরের গোসাইরহাট, নোয়াখালীর কানকিরহাট, লক্ষীপুরের মান্দারিবাজার, টাঙ্গাইল মির্জাপুরের গোড়াই, আশুলিয়ার গৌরিপুর শাখা, লালমনিরহাট, নাটোর ও নারায়ণগঞ্জের শিমরাইল।

/জিএম/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা