X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ডিএসইতে প্রধান সূচক ৩২, সিএসইতে বেড়েছে ৬২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৬, ১৬:০১আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৬:০১

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৩৯ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৬২ দশমিক ৯৮ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯৪৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৭৯ কোটি ৭৪ লাখ  টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯০০ কোটি ০৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৭৪৪ কোটি ৬৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫৫ কোটি ৪০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৫ পয়েন্টে এবং ৫ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৩টির, কমেছে ৬৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, অ্যাপোলো ইস্পাত, কেয়া কসমেটিকস, সামিট পোর্ট, সিএমসি কামাল, কনফিডেন্স সিমেন্ট, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড, সেন্ট্রাল ফার্মা এবং বারাকা পাওয়ার।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪৯ কোটি ৩২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৫ কোটি ০৮ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৩৫ কোটি ০৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬২ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৫০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১১০ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৪৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০৬ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৫০৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ৬৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- কেয়া কসমেটিকস, অ্যাপোলো ইস্পাত, অলিম্পিক অ্যাক্সেসরিজ, সামিট পোর্ট, বেক্স ফার্মা, আরএসআরএম স্টিল, অ্যাকমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট এবং বেক্সিমকো ফার্মা।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ