X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শেষ হচ্ছে পাটপণ্যের মেলা, মিলেছে ৪ কোটি টাকার অর্ডার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৭, ১৭:৪৫আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৭:৫০

ঢাকায় পাটজাত পণ্যের মেলা, ছবি- সংগৃহীত দেশে প্রথমবারের মতো পালিত হওয়া জাতীয় পাট দিবস ও পাঁচ দিনব্যাপী পাটপণ্যের মেলা শেষ হচ্ছে সোমবার সন্ধ্যায়। গত ৯ মার্চ থেকে শুরু হয়ে টানা পাঁচ দিনের কেনাবেচা শেষে এ মেলা শেষ হচ্ছে। এর মধ্যদিয়ে “জাতীয় পাট দিবস-২০১৭”  উদযাপন উপলক্ষে ১০ দিনব্যাপী বিভিন্ন আয়োজনও শেষ হচ্ছে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এর সমাপনী অনুষ্ঠান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মেলায় পাঁচ দিনে মোট ৩ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার ২শ  টাকার বহুমুখী পাটপণ্য বিক্রয় হয়েছে এবং ৪ কোটি ১২ লাখ টাকার অর্ডার পাওয়া গেছে। সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী  ইমাজ উদ্দিন প্রামাণিক প্রধান অতিথি ও প্রতিমন্ত্রী মির্জা আজম এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে।

জুট ডাইভাসিফিকেশন প্রমোশন সেন্টার  (জেডিপিসি) এর উদ্যোগে আয়োজিত এ মেলায় ৯৫টি  উদ্যোক্তা প্রতিষ্ঠানের মোট ৬১টি পাটপণ্যের স্টল ছিল। পাটপণ্যের প্রতি মানুষের বিশেষ আগ্রহের কারণে বহুমুখী পাটপণ্যের মেলা তিন দিনব্যাপী হওয়ার কথা থাকলেও দুদিন বাড়ানো হয়।

উল্লেখ্য ‘সোনালি আঁশের সোনার দেশ, পাটপণ্যের বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে গত ৬ মার্চ  সারাদেশে এবারই প্রথমবারের মতো পালিত হয় ‘জাতীয় পাট দিবস-২০১৭’। এ উপলক্ষে গত ৪ মার্চ শনিবার হাতিরঝিলে নৌ-র‌্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,৫ মার্চ রবিবার  জাতীয় সংসদ ভবনের সামনে পাটের তৈরি ক্যানভাসে দেশবরেণ্য শিল্পীদের  চিত্রাঙ্কন, ৬ মার্চ সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ১ মার্চ থেকে ঢাকাসহ সারাদেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাট ও পাটজাত পণ্য সহযোগে বর্ণিল আলোক সজ্জা করা হয়েছে। গত  ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবিদ ইনস্টিটিউশনে মূল অনুষ্ঠান ও বহুমুখী পাটপণ্যের মেলার উদ্বোধন করেন।

/এসআই/  এপিএইচ/

আরও পড়ুন: 
৭ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব ঢাকা চেম্বারের

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস