X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বেক্সিটের প্রভাব পড়েনি ব্রিটেনের শীর্ষ ধনীদের সম্পদে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ মে ২০১৭, ১২:১৯আপডেট : ০৭ মে ২০১৭, ১৭:০৩

ঘরির কাঁটা অনুযায়ী বাম থেকে: নতুন বিলিয়নিয়র জ্লাতান ইব্রাহিমোভিস এবং সম্পদ বেড়েছে আদেলের, গোপী হিন্দুজার এবং জেমস ডাইসনের ব্রিটেনে শীর্ষ ধনীদের সম্পদে বেক্সিটের কোনও প্রভাব পড়েনি। বরং এসব ধনীরা গণভোটের সময় অনেক শান্ত ছিলেন এবং তারা  বিলিয়ন বিলিয়ন পাউন্ড মুনাফা করছেন। সম্প্রতি টাইমস পত্রিকা যুক্তরাজ্যের শীর্ষ ১০০০ জন ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, টাইমস পত্রিকার ওই তালিকা অনুযায়ী ব্রিটেনে ধনী ব্যক্তিদের সম্পদের পরিমান গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে। বর্তমানে ব্রিটেনে শীর্ষ এক হাজার ধনী ব্যক্তির মোট সম্পদের পরিমান ৬৫৮ বিলিয়ন পাউন্ড।

যুক্তরাজ্যের শীর্ষ ধনী দুই ভাই শ্রী এবং গোপী হিন্দুজা এ তালিকার শীর্ষে অবস্থান করছেন। তারা যুক্তরাজ্যের আবাসন, হেলথকেয়ার, তেল ও গ্যাস খাতে বিনিয়োগ করেন। বর্তমানে তাদের সম্পদের পরিমান দাঁড়িয়েছে ১৬ দশামিক ২ বিলিয়ন পাউন্ড, যা ২০১৬ সালের চেয়ে ৩ দশমিক ২ বিলিয়ন পাউন্ড বেশি।

চলতিবছর এ ধনীদের তালিকায় রেকর্ড সংখ্য ব্রিটিশ নাগরিক স্থান করে নিয়েছেন। বর্তমানে ১৩৪ জন বিলিয়নিয়র ব্রিটিশ নাগরিক এ তালিকায় স্থান করে নিয়েছেন। যাদের মধ্যে ১৪ জন নতুন মুখ।

ব্রিটেনের শীর্ষ ধনীদের তালিকার সমন্বয়কারী রবার্ট ওয়াট জানিয়েছেন, আমাদের অধিকাংশই যখন বেক্সিটের গণভোট নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল, সেসময় ব্রিটেনের ধনী ব্যক্তিরা শান্ত ছিল এবং বিলিয়ন বিলিয়ন পাউন্ড মুনাফা করেছেন।

তিনি আরও বলেন, তাদের এ সাফল্যের পেছনে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার বড় ভূমিকা পালন করেছে।

ওয়াট আরও বলেন,  ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ত্যাগ করতে যুক্তরাজ্যের গণভোট অর্থনীতিতে শান্ত বা নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু তার কিছুই হয়নি। কারণ ঊর্ধ্বমুখী শেয়ারবাজার দেশের ধনীদের সম্পদের পরিমান আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, তালিকার শীর্ষ ২০ জনের মধ্যে শুধু ওয়েসটন পরিবারের গাই, জর্জ এবং গালেন জুনিয়রের সম্পদ সামান্য কমেছে। মূলত অ্যাসোসিয়েটেড ব্রিটিশ ফুড কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ার তাদের ১০ দশমিক ৫ বিলিয়ন পাউন্ডের সম্পদ থেকে ৫শ’ মিলিয়ন পাউন্ড কমেছে।

তবে তালিকায় থাকা শীর্ষ ধনীদের মধ্যে স্টিল খাতের বিনিয়োগকারী লাক্ষ্মী মিত্তালের সম্পদ সর্বোচ্চ ৬ বিলিয়ন পাউন্ড বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ২৩ বিলিয়নে।

সূত্র: বিবিসি

/এসএনএইচ/

সম্পর্কিত
অর্থনৈতিক চাপে জাপানের অধিকাংশ মানুষ
বাংলাদেশসহ কয়েকটি দেশে পেঁয়াজ রফতানি করবে ভারত
মিউনিখ সম্মেলনে সবার দৃষ্টি শেখ হাসিনার দিকে: পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ