X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাজেট আ. লীগের, লক্ষ্য জনকল্যাণ: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৭, ১৯:১৬আপডেট : ০২ জুন ২০১৭, ১৯:২৫

 

বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ছবি: ফোকাস বাংলা) প্রতিটি বাজেটই উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘উচ্চাভিলাষী এই বাজেট অবশ্যই আওয়ামী লীগের। এখানে অবশ্যই দলীয় ভাবনা ও দৃষ্টভঙ্গি প্রতিফলিত হয়েছে। তবে আমাদের এই বাজেটের মূল লক্ষ্য জনকল্যাণ। আর এই জনকল্যাণে সামিল হওয়ার জন্য আমার বাজেট বক্তৃতায় দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আমন্ত্রণ জানিয়েছি।’ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকে যাদের এক লাখ টাকার বেশি জমা আছে তারা গরিব নয়। তারা সম্পদশালী। এ জন্যই এক লাখ টাকার বেশি আমানতের ওপর আবগারি শুল্ক ৮০০ টাকা ধার্য করেছি। এটি বহাল থাকবে।’ তিনি বলেন, ‘আগে ২০ হাজার টাকার বেশি হলেই আবগারি শুল্ক দিতে হতো। এ বাজেটে তো এক লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মওকূফ করেছি।’

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকখাতে চুরি-চামারি সব দেশেই হয়। হয়তো আমাদের দেশে এর পরিমাণ বেশি। তবে আমরা সরকারের পক্ষ থেকে এ অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছি। নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’ কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বাজেটে কালো টাকা সাদা করার কোনও বিশেষ সুযোগ দেওয়া হয়নি। কারও টাকা অপ্রদর্শিত থাকলে, তা এনবিআরের আইন অনুযায়ী নির্দিষ্ট হারে শুল্ক দিয়ে সাদা করা যাবে সারাবছর। এ সুযোগ বহাল আছে।’ যা ভবিষ্যতেও থাকবে বলে জানান অর্থমন্ত্রী।

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি কখনোই বেশি বরাদ্দ শিক্ষা খাতে দিচ্ছি, তা বলিনি। আমি বলেছি বেশি গুরুত্ব দিচ্ছি শিক্ষা ও প্রযুক্তি খাতে। গুরুত্ব আর বরাদ্দ এক নয়।’ তিনি বলেন, ‘আমাদের দেশে সবচেয়ে বেশি খরচ হয় পরিবহন খাতে। এর পরেই খরচ হয় বিদ্যুতে।’  

দেশের অর্থনীতির ৮০ শতাংশ বেসরকারি খাতে রয়েছে উল্লেখ করে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সরকারি খাতে রয়েছে মাত্র ২০ শতাংশ অর্থনীতি। দুর্ভাগ্য হলেও সত্য ২০১৪ সাল পর্যন্ত দেশে রাজনৈতিক হানাহানি জ্বালাও-পোড়াও ছিল। ২০১৫ সাল থেকে এ অবস্থার উন্নতি হয়েছে। ভবিষ্যতে দেশে কোনও জ্বালাও-পোড়াও চলবে না। এমন অবস্থায় ২০ থেকে ২২ শতাংশ বেসরকারি বিনিয়োগ খারাপ নয়। তবে ভবিষ্যতে এই অবস্থার উন্নতি হবে। এতে আমাদের ভাগ্য নির্ধারিত হবে।’

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা চাই, আমাদের আমলাদের পারফরম্যান্স ভালো হোক। কিন্তু এই আমলারাই তো ৯১ হাজার কোটি টাকা থেকে ৩ লাখ ১৮ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়নে কাজ করেছে। আমি কিভাবে বলব যে, তাদের দক্ষতার অভাব রয়েছে?’ এই কাজের একটু প্রশংসাও দরকার বলে জানান অর্থমন্ত্রী।

সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘দেশে আগের তুলনায় বিদ্যুতের অবস্থার উন্নতি হয়েছে। এর পরেও এত সমালোচনা?  আপনাদের হাতে কলম আছে, লিখতে পারেন। আমাদের হাতে কলম থাকলেও আমরা লিখতে পারব না। তবে আপনাদের লেখা পড়ে আমরা শানিত হব।’

/এসআই/ এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?