X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের ওপর ক্ষুব্ধ অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৭, ২০:৫৭আপডেট : ৩১ জুলাই ২০১৭, ২১:০৬

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চট্টগ্রাম বন্দরে অবস্থিত বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসডি) মালিকদের প্রতি ক্ষোভ জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘এসব আইসিডি কর্তৃপক্ষ সময়মতো পণ্য লোড বা আনলোড করে না। এরা কোনও কাজই করে না। এতে বন্দরে জাহাজজট ও পণ্যজট তৈরি হয়। এতে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, বন্দরের সুনাম নষ্ট হয়। শুধু তাই নয়, এতে দেশের ভাবমূর্তিও নষ্ট হয়।’
সোমবার (৩১ জুলাই) বিকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম ও বেনাপোল বন্দরের সমস্যা ও তা নিরসনের উপায় খুঁজে বের করতে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় বেসরকারি আইসিডি কর্তৃপক্ষের ওপর এই ক্ষোভ জানান অর্থমন্ত্রী। বৈঠকে তিনি এসব বেসরকারি আইসিডির লাইসেন্স বাতিল করারও নির্দেশ দেন। এসময় চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষের চেয়ারম্যান বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে অর্থমন্ত্রীকে শান্ত করেন।
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ছাড়াও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, নৌ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান, স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বেনাপোল ও চট্টগ্রাম বন্দরের জটসহ বিভিন্ন সমস্যা নিরসনে সরকারি সহায়তা চাওয়া হয়। এসময় সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের জানানো হয়, ব্যাবসা ত্বরান্বিত করতে চট্টগ্রাম ও বেনাপোল বন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টা খোলা রাখা হচ্ছে। এ প্রসঙ্গে ব্যবসায়ীরা কেবল বন্দরই নয়, ব্যাংকের কার্যক্রমও ২৪ ঘণ্টা চালু রাখার দাবি জানান। ব্যবসায়ীদের এই দাবি বিবেচনার আশ্বাস দেন সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান।
প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা সভায় নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘বন্দরের সক্ষমতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। আরও নতুন নতুন যন্ত্রপাতি সংযোজনের প্রক্রিয়া চলছে।’ এছাড়াও, বন্দরের কাস্টমস সংক্রান্ত সমস্যা নিরসনে সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয় কাজ করছে বলে বৈঠকে জানান মো. ইউনুসুর রহমান।

আরও পড়ুন-

১০০ টাকা প্রাইজবন্ডের প্রথম পুরস্কারের নম্বর ০৫৪৭৩৬৬

গুটিকয়েক মানুষকে ঋণ দেওয়ার সংস্কৃতি থেকে বের হওয়ার নির্দেশ গভর্নরের

/এসআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ