X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ আমলের দু’টি পদ ফিরে পাচ্ছে এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৭, ১৮:৩৬আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৮:৩৬

এনবিআর ব্রিটিশ আমলের ‘ইন্সপেক্টর’ ও ‘সুপারিনটেনডেন্ট’ পদ দু’টি ফিরে পেতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের আওতাধীন শুল্ক ও ভ্যাট অনুবিভাগের ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ ও ‘রাজস্ব কর্মকর্তা’দের ‘পদবি’ দুইটির নাম পরিবর্তন করে ‘ইন্সপেক্টর’ ও ‘সুপারিনটেনডেন্ট’ করা হচ্ছে। গত ২৩ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিধি-১) মো. মনিরুল হক খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
এর আগে, ২০১০ সালে নিয়োগ সংক্রান্ত আইনি জটিলতায় সরকার ইন্সপেক্টর পদটি ‘সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও)’ ও ‘সুপারিনটেনডেন্ট’ পদটিকে ‘রাজস্ব কর্মকর্তায় (আরও)’ পরিবর্তন করে। ব্রিটিশ আমল থেকে চলে আসা এ পদবি দুইটি কর্মকর্তাদের কাছে বেশ সম্মানের ছিল।
এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান ছাড়া বিশ্বের অধিকাংশ দেশে রাজস্ব আহরণের ক্ষেত্রে ইন্সপেক্টর ও সুপারিনটেনডেন্ট পদবি দুইটি প্রচলিত আছে। পাকিস্তানে ইন্সপেক্টর পদকে সহকারী রাজস্ব কর্মকর্তা ও সুপারিনটেনডেন্ট পদ রাজস্ব কর্মকর্তা হিসেবে প্রচলিত।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনাপত্তিপত্রে বলা হয়েছে, “পদ দুইটির নাম পরিবর্তন করে ‘ইন্সপেক্টর’ ও ‘সুপারিনটেনডেন্ট’ নামকরণের নিমিত্তে ক্যাডার বর্হিভূত প্রথম ও দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা নিয়োগ ও কর্মের শর্তাবলী (সংশোধনী) আইন, ২০১০ এর সংশোধনকল্পে প্রণীত ২০১৭ আইনের খসড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনাপত্তি নির্দেশক্রমে জ্ঞাপন করা হল।” এনবিআরের কর্মকর্তারা বলছেন, ‘এর ফলে আগের পদবি ফিরিয়ে পাওয়ার ক্ষেত্র অনেক সহজ হয়ে গেল।’

এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পদবির এই পরিবর্তনের ফলে রাজস্ব আহরণের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। এমনিতেই রাজস্ব আহরণের ক্ষেত্রে রাজস্ব কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের পদবি পরিবর্তনের মাধ্যমে আরেকবার স্বীকৃতি দেওয়া হলো।’

এনবিআর সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র আগামী কিছু দিনের মধ্যে মন্ত্রিসভা, সেখান থেকে সংসদে যাবে। আগামী ১০ সেপ্টেম্বর সংসদ বসবে, সেখানে এটি পাস হতে পারে আশা করা হচ্ছে।

জানা গেছে, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির ৭৬নং আদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গঠন করেন। সেই থেকে পদবি দুইটি প্রচলিত ছিল। কিন্তু ২০১০ সালের পদবি দুইটি পরিবর্তন করে ইন্সপেক্টর পদকে ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ ও সুপারিনটেনডেন্ট পদকে ‘রাজস্ব কর্মকর্তা’ হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে প্রায় ৩ হাজার ৬০০ জন সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। এর মধ্যে পিএসসি থেকে ৫টি ব্যাচে মোট ১ হাজার ৪৩৯ জন, বাকিরা পদোন্নতি পেয়েছেন। এছাড়া রাজস্ব কর্মকর্তা রয়েছেন ৭৮০ জন।

প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ কাস্টমস এক্সসাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পদবি দুইটি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে কর্মকর্তাদের সম্মান ফিরিয়ে দিতে অনুরোধ জানানো হয়। কিন্তু আইন পরিবর্তন করে পদবি পরিবর্তন সম্ভব হয়নি। পরে এনবিআর চেয়ারম্যান আইন পরিবর্তনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেন। সে অনুযায়ী জনপ্রশাসন অনাপত্তি জারি করে।

/জিএম/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই