X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘মধ্যম আয়ের দেশে উন্নীত হতে বড় চ্যালেঞ্জ বিনিয়োগ ও কর্মসংস্থান’

ঢাবি প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৮, ১৭:৩৮আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৭:৫৭

ঢাবিতে ‘সোশ্যাল কমপ্লায়েন্স সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার ক্ষেত্রে বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরি করাকে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ নাছির। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশকে মধ্য আয়ের দেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু এই মধ্য আয়ের দেশে উন্নীত হতে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিনিয়োগ ও কর্মসংস্থান।’
শনিবার (৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রাম ‘ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স অ্যান্ড লেবার স্টাডিজ’ আয়োজিত ‘সোশ্যাল কমপ্লায়েন্স সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে মোহাম্মদ নাছির এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘‘গত দুই বছরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে গার্মেন্টস সেক্টরে ‘কস্ট অব প্রোডাকশন’ বেড়েছে ১৮ শতাংশ। গত চার বছরে প্রায় ১২শ কারখানা বন্ধ হয়ে গেছে। ফলে কর্মসংস্থান বন্ধ হয়ে যাচ্ছে। তাই এই চ্যালেঞ্জ মোকাবিলা করেই বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করতে হবে।’’
সেমিনারে গার্মেন্টস শিল্পের মানোন্নয়নে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন বিষয় উঠে আসে। বাংলাদেশ সরকার, দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের অর্থনীতিতে আরএমজি সেক্টরের অবদান, আইএলও-বিজিএমইএ-বিকেএমইএসহ অন্যান্য রেগুলেটরি সংস্থাগুলোর ভূমিকা, শ্রমিকবান্ধব শিল্প সমাজের প্রয়োজনীয়তা প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম বলেন, ‘এই সেক্টরের প্রয়োজনীয়তা অনুযায়ী শিক্ষার্থীদের তৈরি করতে হবে।’ বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের অতীতসহ বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. তানিয়া রহমান সেমিনারে বলেন, ‘শ্রমিকদের এবং মালিকপক্ষের সমস্যা থাকতেই পারে। সেগুলো জানা ও সেগুলোর মধ্যে সমন্বয় করার জন্য এ ধরনের সেমিনার জরুরি।’
সেমিনারে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স অ্যান্ড লেবার স্টাডিজের প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ড. গোলাম রব্বানী। সেমিনারে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিএলএমইএ’র সভাপতি সিব্বির মাহমুদ এবং সোনালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আলী হোসাইন।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা