X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

৩ বছরের মধ্যে বিদ্যুৎ বিভাগ পেপারলেস, আশা নসরুল হামিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৮, ২০:৪৫আপডেট : ০৯ মে ২০১৮, ২০:৫৪

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নসরুল হামিদ

প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে আগামী তিন বছরের মধ্যে বিদ্যুৎ বিভাগ পেপারলেস হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার (৯ মে) বিদ্যুৎ ভবনে ‘ইনোভেশন শোকেসিং’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন।

নসরুল হামিদ বলেন, ‘উৎপাদন, বিতরণ, সঞ্চালন ও অফিস ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় করে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) করতে হবে। সমন্বিত এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং উন্নত বাংলাদেশ গড়তে কার্যকরী অবদান রাখবে।’

বিদ্যমান সিস্টেম আপডেট করে বিদ্যুতের চাহিদা ও যোগান মনিটরিং করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সব উদ্যোগে জনসম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন মন্তব্য করে তিনি আরও বলেন, ‘ইনোভেশন কমিউনেকেটিং হওয়া অপরিহার্য। এতে উদ্ভাবনী কাজের মাধ্যমে সেবার মান বাড়বে। প্রযুক্তির মাধ্যমে সেবা সহজিকরণ সম্ভব। তাই দ্রুততার সঙ্গে প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ বাড়াতে হবে।’

বিদ্যুৎ বিভাগ জানায়, সরাসরি নাগরিক সেবা বৃদ্ধি এবং দাফতরিক ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে ইনোভেশন শোকেসিংয়ে ৪০টি উদ্ভাবনী উদ্যোগের মধ্যে ১৬টি উদ্যোগকে পাইলট করা হয়, যার মধ্যে সম্পন্ন পাইলট উদ্যোগ ১৩টি। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় কমপ্লেইন ও ফিডব্যাক ম্যানেজমেন্ট সিস্টেম উদ্যোগটি শোকেসিংয়ের মাধ্যমে দেশব্যাপী স্কেলআপের জন্য চিহ্নিত করা হয়েছে।

বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল হক ও বিদ্যুৎ বিভাগের প্রধান ইনোভেটিভ কর্মকর্তা অতিরিক্ত সচিব মাকছুদা খাতুন বক্তব্য রাখেন।

 

/এসএনএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়