X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ১, সিএসইতে বেড়েছে ১২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ১৫:৫৮আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৬:০৩

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১ দশমিক ৭৫ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ১২ দশমিক ৬৬ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ১১৩৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার  লেনদেন হয়েছিল ১০৬৪ কোটি ৩৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ১০৫৪ কোটি ৯৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯১২ কোটি ২৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪২ কোটি ৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২৭৪ পয়েন্টে এবং ৪ দশমিক শূন্য ৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯০৮ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৭১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিবিএস ক্যাবলস, ইফাদ অটোস, নাহি এলুমিনিয়াম, কেডিএস এক্সেসারিজ, আমান ফিড লিমিটেড, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, নাভানা সিএনজি, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, একটিভ ফাইন কেমিক্যালস এবং শাশা ডেনিম।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৮০ কোটি ১১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৫২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৭২ কোটি ২ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১২ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৯৬০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৫২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭  দশমিক ৩৬ পয়েন্ট কমে ১১ হাজার ৮০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৬  দশমিক ১৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৫৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১০৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, গ্রামীণফোন, গ্লোবাল হেভি কেমিক্যালস, পেনিনসুলা, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, বিবিএস ক্যাবলস, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, ইফাদ অটোস, বেক্সিমকো এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড। 

/এসএসএ/
সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন