X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পিডিবিও গ্যাস বিল বকেয়া রাখতে পারবে না

সঞ্চিতা সীতু
২৭ আগস্ট ২০১৮, ২১:২১আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৭:০২

পিডিবি গ্যাস বিল দিতে দেরি হলে এবার থেকে বিলম্ব মাসুল গুনতে হতে পারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির। গড়ে ৪ মাসের গ্যাস বিল বকেয়া থাকায় তীব্র তারল্য সংকটে পড়েছে বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। খোদ সরকারি বিদ্যুৎকেন্দ্রই এই বিল বকেয়া রাখছে। পেট্রোবাংলা তারল্য সংকট কাটাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) গ্যাস বিলেও বিলম্ব মাসুল যোগ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে সরকারের কাছে। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় এই অনুরোধে সাড়া দিলে এখন থেকে পিডিবিও বিল বকেয়া রাখতে পারবে না। জ্বালানি বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানতে চাইলে জ্বালানি বিভাগের একজন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনপর্যন্ত সিদ্ধান্ত না হলেও বিষয়টি সম্পর্কে আগে থেকেই বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে।বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের সমন্বয় সভাগুলোয়ও আন্তঃসংস্থা পাওনা পরিশোধে সবাইকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়।কিন্তু তা কেউই ঠিক মতো প্রতিপালন করে না।’

দেশে মোট গ্যাস চালিত ১০ হাজার মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র রয়েছে।দৈনিক বিদ্যুৎ উৎপাদনের ৫৭ দশমিক ৮৭ ভাগ গ্যাস থেকে উৎপাদন হয়। এসব বিদ্যুৎ কেন্দ্রর বেশিরভাগই সরকারি বিদ্যুৎকেন্দ্র। হাতেগোনা কয়েকটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র রয়েছে।

এখন দৈনিক গড়ে এক হাজার ১০০ থেকে এক হাজার ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ দিয়ে আসছে পেট্রোবাংলা। এখনও একক গ্রাহক হিসেবে বিদ্যুৎকেন্দ্রই গ্যাসের সব থেকে বড় গ্রাহক।ফলে গ্যাসের বড় অঙ্কের টাকাই বকেয়া পড়ে থাকায় তারল্য সংকটে বাড়ছে।

গত ১০ আগস্ট জ্বালানি সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমকে লেখা এক চিঠিতে পেট্রোবাংলা চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ লিখেছেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কোনও রকম গ্যাস সরবরাহ চুক্তি ছাড়াই সরকারি বিদ্যুৎকেন্দ্রে পেট্রোবাংলা গ্যাস সরবরাহ করে।অন্যদিকে বেসরকারি কেন্দ্রগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় গ্যাস সরবরাহ চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো কোনও কারণে মাসের বিল মাসে না দিলে ১২ ভাগ হারে বিলম্ব ফি দিতে হয়।’

চিঠিতে আরও  বলা হয়, ‘এখন দেশে গ্যাসের ঘাটতি পূরণে এলএনজির বিল আমদানি পরবর্তী ১৫ দিনের মধ্যে পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে।এছাড়া বহুজাতিক কোম্পানিগুলোর দাম পরিশোধের ক্ষেত্রেও সুদ দিতে হয়।কিন্তু সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর কাজে গড়ে চারমাসের বিল বকেয়া থাকছে।এই অবস্থায় সরকারি বিদ্যুৎকেন্দ্রের গ্যাসের দামও মাসে মাসেই চায় পেট্রোবাংলা।’

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘পিডিবির বিল বিলম্ব পরিশোধ নিরুৎসাহিত করতেই এই ব্যবস্থা নেওয়া জরুরি।’

এই প্রসঙ্গে জানতে চাইলে পিডিবির একজন কর্মকর্তা বলেন, ‘পিডিবি বিতরণ কোম্পানিগুলোর কাছে পাইকারি বিদ্যুৎ বিক্রি করে।বিতরণ কোম্পানিগুলো খুচরা গ্রাহকের কাছে আবার ওই বিদ্যুৎ বিক্রি করে।এখনও সারাদেশের অধিকাংশ গ্রাহক বিদ্যুৎ ব্যবহারের পর বিল দিয়ে থাকে।ফলে এখানে ঘাটতি তৈরি হয়। যা পূরণ হলেই এই সংকট সামাল দেওয়া যাবে।’

আন্তঃসংস্থার মধ্যে দেনা পরিশোধে বিলম্ব হওয়ার কারণে আর্থিক শৃঙ্খলা বিনষ্ট হয়।এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ এনার্জি রেগুলোটরি কমিশনের (বিইআরসি) সদস্য মিজানুর রহমান বলেন, ‘যেকোনো প্রতিষ্ঠানেরই যদি বিল বকেয়া পড়ে, সেখানে আর্থিক শৃঙ্খলা নষ্ট হয়। বিদ্যুৎ ও জ্বালানির সব সংস্থার মধ্যে যদি কোনও বকেয়া বিল হয় তা দ্রুত পরিশোধ করে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে হবে।তা না হলে আন্তঃদেনার ভারে নিজেরায় দায়গ্রস্ত হয়ে পড়বে।’ তিনি বলেন, ‘শুধু পিডিবির বকেয়া নয়, পিডিবি তাদের কাছে বিল পায় তাদেরও বিল পরিশোধ করতে হবে। এজন্য কমিশন প্রতিবারই বিদ্যুৎ বা গ্যাসের দামের ঘোষণা দেওয়ার সময় এই আর্থিক শৃঙ্খলা ঠিক রাখার জন্য কিছু নিয়ম করার অনুরোধ করে থাকে। কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোর উচিত, সেই নিয়ম তৈরির মধ্য দিয়ে নিজেদের আর্থিক শৃঙ্খলা ঠিক রাখা।’

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া